TRENDING:

KKR vs RCB: আরসিবির সংসারে অশান্তি? কেকেআর ম্যাচ হারের দায় ডুপ্লেসি-ম্যাক্সওয়েলদের? কোহলির মন্তব্যে বিতর্ক!

Last Updated:
KKR vs RCB: চার ম্যাচ টানা হারের পর অবশেষে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০০ রান করে কেকেআর। জেসন রয়, নীতিশ রানা, এন জগদীশান, রিঙ্কু সিংদের দলগত প্রয়াসে বড় স্কোর করে কলকাতা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ব্যাঙ্গালোর।
advertisement
1/6
KKR vs RCB:কেকেআর ম্যাচ হারের দায় ডুপ্লেসি-ম্যাক্সওয়েলদের?কোহলির মন্তব্যে বিতর্ক
কেকেআরের বিরুদ্ধে ভাগ্যটা যেন কিছুতেই সাথ দিচ্ছে আরসিবির। এর আগে ইডেনে এসে ৮১ রানের লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ব্যাঙ্গালোরকে। এবার টানা চার ম্যাচ হারা নাইটদের বিরুদ্ধেও ঘরের মাঠে চিন্নাস্বামীতে হারের মুখ দেখতে হল আরসিবিকে।
advertisement
2/6
সামনেই কর্ণাটকের নির্বাচন। যেই কারণে টানা এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে আরসিবিকে। তার আগে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না বিরাট কোহলি। এমনকী নিম না করে ডুপ্লেসি, ম্যাক্সওয়েল সহ সতীর্থদের ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন কোহলি।
advertisement
3/6
কেকেআর ম্যাচের আগে পরপর দুটি ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছিলেন বিরাট কোহলি। ভেবেছিলেম ঘরের মাঠে কেকেআরকে হারিয়ে প্রথম পর্বের হারের বদলা নেবেন। কিন্তু পাল্টা ২০১ রান তাড়া করতে গিয়ে ২১ রানে হেরে বসল আরসিবি। এরপরই সতীর্থদের ব্যাটিং নিয়ে সমালোচনা করেন বিরাট।
advertisement
4/6
কেকেআরের ২০১ রান তাড়া করতে নেমে আরসিবির হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এরপর মাহিপাল লোমররের ৩৪ রানের ইনিংস দ্বিতীয় সর্বোচ্চ। ফর্মে থাকা ডুপ্লেসি করেন ১৭ ও ম্যাক্সওয়েল করেন ৫ রান। সেই কারণেই দলের সিনিয়র ক্রিকেটারদের তুলোধনা করলেন অধিনায়ক বিরাট কোহলি।
advertisement
5/6
বিরাট কোহলি বলেন,"সত্যি বলতে ম্যাচটা আমরা ওদের উপহার দিলাম। যোগ্য দল হিসাবেই আমরা হেরেছি এবং ওদের চোখের সামনে জিততে দেখেছি। এই রান তাড়া করতে গেলে যে ধরনের ক্রিকেট খেলা দরকার তার ধারেকাছে ছিলাম না আমরা।"
advertisement
6/6
এছাড়াও কোহলি বলেন, “আমরা এমন এমন বলে আউট হয়েছি যেগুলো মোটেও উইকেট পাওয়ার মতো বল ছিল না। সরাসরি ফিল্ডারের হাতে বল পাঠিয়েছি আমরা। রান তাড়া করার সময় এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না। আর একটা ভাল জুটি গড়লেই ম্যাচটা জিততে পারতাম।” আরসিবির পরবর্তী ম্যাচ পয়লা মে লখনউের বিরুদ্ধে। সেই ম্যাচে দলকে ঘুড়ে দাঁড়ানোর ডাকও দিয়েছেন কোহলি।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR vs RCB: আরসিবির সংসারে অশান্তি? কেকেআর ম্যাচ হারের দায় ডুপ্লেসি-ম্যাক্সওয়েলদের? কোহলির মন্তব্যে বিতর্ক!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল