TRENDING:

KKR vs CSK: কেকেআরের লাগাতার হারের কারণ কী, জানা গেল প্রধান সমস্যা

Last Updated:
KKR vs CSK: আইপিএলে আজ ঘরের মাঠে ঘুড়ে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের। প্রতিপক্ষ এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে জয় দরকার নাইটদের। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে সিএসকে।
advertisement
1/7
KKR vs CSK: কেকেআরের লাগাতার হারের কারণ কী, জানা গেল প্রধান সমস্যা
মরসুমের ৬টি ম্যাচ হয়েছে গিয়েছে। মাত্র দুটিতে জয় পেয়েছে কলকাতা নাইট রইডার্স। তাও একটি ম্যাচ রিঙ্কু সিংয়ের ৫ ছক্কার অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে। শেষ ৩টি ম্যাচে হারের হ্যাটট্রিক করে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের।
advertisement
2/7
এই পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে দুরন্ত ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর। এই ম্যাচে জয়ের রাস্তায় ফিরতে না পারলে যে প্লে অফে যাওয়াকর স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে তা ভালো মতনই জানেন চন্দ্রকান্ত পণ্ডিত, নীতিশ রানারা।
advertisement
3/7
সিএসকের বিরুদ্ধে নামার আগে কেকেআরের কোন কোন বিভাগে সমস্যার জন্য বারবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে দলকে তা নিয়ে দলের ভিতরে-বাইরে চলছে পোস্টমর্টেম। সিএসকের বিরুদ্ধে নামার আগে সেই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ দলের বোলিং কোচ ভরত অরুণ।
advertisement
4/7
ম্যাচের আগে ভরত অরুণ জানিয়েছেন, ‘এখনও অবধি আমাদের মূল সমস্যা পাওয়ার প্লে ব্যাটিং এবং বোলিং। গত মরসুমে পাওয়ার প্লে বোলিংয়ে এই সমস্যা ছিল না। এ বার পাওয়ার প্লেতে উইকেট নিতে পারছি না আমরা। ব্যাটিংয়েও সেই সমস্যা। পাওয়ার প্লে-তে উইকেট হারাচ্ছি ও বড় রান তুলতে পারছি না। এই দুটো বিষয়ে আমাদের উন্নতি করতে হবে।’
advertisement
5/7
পাওয়ার প্লে-তে কেকেআরের ব্যাটিং সমস্যার কথা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। কারণ এখনও পর্যন্ত কোনও ওপেনিং জুটিই ঠিক ককে উঠতে পারেননি কেকেআর কোচ। আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ফেলে কলকাতা নাইট রাইডার্স। ৬টি ম্যাচে ৪টি ওপেনিং জুটি খেলিয়ে ফেলেছেন নাইটদের হেডস্যার চন্দ্রকান্ত পণ্ডিত।
advertisement
6/7
মরসুমের প্রায় অর্ধেক হয়ে গেলেও এখনও সেরা ওপেনিং জুটি, সেট টিম কম্বিননেশন তৈরি করতে পারেনি কেকেআরের। এই বিষয় ভরত অরুণ জানিয়েছেন, ‘এটা ঠিক, টানা দুই ম্যাচে একই দল খেলাইনি। আমরা বেশ কিছু কম্বিনেশন ট্রাই করছি। এটুকু বলতে পারি, টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের শুরু থেকে সেরা কম্বিনেশন নিয়েই নামব।’
advertisement
7/7
তবে রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে কেকেআর তাদের যাবতীয় ভুলত্রুটি শুধরে নিয়ে জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চলেছে নাইটরা। ঘরের মাঠে প্রিয় দলের জয় দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR vs CSK: কেকেআরের লাগাতার হারের কারণ কী, জানা গেল প্রধান সমস্যা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল