TRENDING:

Rinku Singh: সুঠাম শরীরে পরনে শুধু বক্সার, সাগরে এ কোন অবতারে রিঙ্কু, নিজেই দিলেন আসক্ত না হওয়ার সাবধান বাণী

Last Updated:
Rinku Singh: বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ারগে মাচো, হট লুকসে অসংখ্যবার দেখেছেন ফ্যানেরা। এবার তাদের টেক্কা দিতে ময়দানে নামলেন রিঙ্কু সিং। আইপিএল ২০২৩-এ ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন কেকেআর তারকা। এবার পুরো অন্য অবতারে নেট দুনিয়ায় ঝড় তুললেন আইপিএলে টানা ৫ ছক্কার মালিক।
advertisement
1/7
Rinku Singh: সুঠাম শরীরে পরনে শুধু বক্সার, সাগরে এ কোন অবতারে কেকেআরের রিঙ্কু
বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ারদের মাচো, হট লুকসে অসংখ্যবার দেখেছেন ফ্যানেরা। এবার তাদের টেক্কা দিতে ময়দানে নামলেন রিঙ্কু সিং।
advertisement
2/7
আইপিএল ২০২৩-এ ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন কেকেআর তারকা। এবার পুরো অন্য অবতারে নেট দুনিয়ায় ঝড় তুললেন আইপিএলে টানা ৫ ছক্কার মালিক।
advertisement
3/7
আইপিএল শেষে ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন রিঙ্কু সিং। যেখানে গিয়ে সমুদ্র সৈকতে স্নান করার নিজের একাধিক ছবি শেয়ার করেছেন কেকেআরের নতুন তারকা।
advertisement
4/7
সম্পূর্ণ অন্য অবতারে রিঙ্কুকে দেখে হতবাক সকলেই। সুঠাম শরীরে পরনে শুধু বক্সার। ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বিশালাকার ট্যাটু। কব্জিতে ঝুলছে ব্রেসলেট।
advertisement
5/7
মলদ্বীপে রিঙ্কু সিংয়ের এই মাচো লুক নেট দুনিয়ায় রীতিমত আগুন ধরিয়েছে। ফ্যানেদের সাবধান বাণী দিয়ে নিজেই ক্যাপশনে রিঙ্কু লিখেছেন, “সাবধান, আপনি আসক্ত হতে পারেন!”
advertisement
6/7
আলিগড়ের ছেলে রিঙ্কুকে বোধহয় এমন রূপে প্রথম দেখলেন অনুরাগীরা। যেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কারণ এমন রিঙ্কু তো সকলের কাছেই অদেখা।
advertisement
7/7
প্রসঙ্গত, আইপিএলে দারুণ পারফরম্যান্সের পর এবার জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় রিঙ্কু সিং। খুব শীঘ্রই রিঙ্কু সিং জাতীয় দলে ডাক পেতে পারেন বলেও শোনা যাচ্ছে ক্রিকেট মহলে।
বাংলা খবর/ছবি/খেলা/
Rinku Singh: সুঠাম শরীরে পরনে শুধু বক্সার, সাগরে এ কোন অবতারে রিঙ্কু, নিজেই দিলেন আসক্ত না হওয়ার সাবধান বাণী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল