IPL 2023 Champion CSK: ফাইনালে সিএসকের আইপিএল জয়ের সেরা মুহূর্ত, যা কখনও ভোলা সম্ভব নয়, রইল ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Champion CSK: রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ বলে চার হতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। দেখে নিন চেন্নাইয়ের আইপিএল জয়ের সেরা মুহূর্তগুলি।
advertisement
1/6

রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার ট্রফি ঘরে তুলল এমএস ধোনির দল।
advertisement
2/6
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবম দুবে, অজিঙ্কে রাহানে, অন্বাতি রায়ডুরা।
advertisement
3/6
আর শেষে ফিনিশিং টাচ দেন রবীন্দ্র জাদেজা। ২ বলে ১০ রান বাকি যখন একটি ছয় ও লেগ বাইয়ে চারে দলকে জয় এনে দেন জাড্ডু। জয়ের মুহূর্তে জাদেজার উল্লাস ছিল বাঁধ ভাঙা।
advertisement
4/6
ফিনিশিং রান আসতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। ধোনি কিছুক্ষণ চুপ করে থাকলেও শেষে নিজেও আবেগ ধরে রাখতে পারেননি। জাদেজাকে কোলে তুলেন নেন মাহি।
advertisement
5/6
ম্যাচের পুরস্কার বিতরনীর সময় ম্যাচ ফিনিশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া জাদেজা ও রায়ডুর হাতে ট্রফি তুলে দেন এমএস ধোনি। এই ম্যাচ অম্বাতি রায়ডুর কেরিয়ারের শেষ ম্যাচও ছিল।
advertisement
6/6
ট্রফি জয়ের পাশাপাশি ম্যাচ শেষে সিএসকে ও ধেনি ফ্যানেদের সবথেকে বড় প্রাপ্তি হল ধোনির এখনই অবসর গ্রহণ না করা। শরীর সাথ দিল আরও এক বছর খেলবেন বলেছেন এমএসডি।