MS Dhoni: শিষ্যকে বুঝিয়ে দিলেন গুরুর মহিমা, আইপিএল ইতিহাসে অনন্য নজির ধোনির সিএসকের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: আইপিএল ২০২৩-এর প্রথম প্লে অফে ঘরের মাঠ চিপকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে নিয়েছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
advertisement
1/6

আইপিএল ২০২৩-এর প্রথম প্লে অফে ঘরের মাঠ চিপকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে নিয়েছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
advertisement
2/6
এর আগে আইপিএলে ৩ সাক্ষাতে প্রতিবারই গুজরাতের কাছে হেরেছিল সিএসকে। কিন্তু আসল সময়তেই মুখে কিছু না বলে কাজে হার্দিককে বুঝিয়ে দিলেন ধোনি গুরু গুরুই থাকে।
advertisement
3/6
ফইনালের ওঠার সঙ্গে সঙ্গে এমন কিছু নজির তৈরি করল এমএস ধোনির দল যা আইপিএল ইতিহাসে কারও নেই। এই নেই সবথেকে বেশি ১০ বারফাইনালে গেল সিএসকে।
advertisement
4/6
এর আগে প্লে অফের প্রথন ম্যাচে কোনও দিন না হারার রেকর্ড ছিল চেন্নাইয়ের। গুজরাতকে হারিয়ে প্রথম প্লে অফে ৭টি ম্যাচই অপরাজিত থাকার রেকর্জ গড়ল ধোনির দল।
advertisement
5/6
১৬টিআইপিএলের মধ্যে ১৪টি খেলেছে সিএসকে। এর মধ্যে সবথেকে বেশি বার ১২ বার প্লে অফে খেলেছে সিএসকে। ৯ বার ফাইনাল খেলেছে আর ৪ বার চ্যাম্পিয়ন, ৫ বার রানার্স।
advertisement
6/6
চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে শুধু সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আগামি ২৮ তারিখ ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ধোনির সামনে। ফলে আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দল ধোনির চেন্নাই, তা নিয়ে কোনও সন্দেহ নেই।