TRENDING:

IPL 2022: পাড়ার মোড়ে বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে

Last Updated:
IPL 2022 - রামপাল ও গীতা সেন পাঁচ বাচ্চা৷ তিন ভাইয়ের মধ্যে কুলদীপ সবচেয়ে বড়৷
advertisement
1/6
বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে
কুলদীপ সেন মধ্যপ্রদেশের রিভা জেলার হরিহরপুর গ্রাম থেকে আসেন৷ তাঁর বাবা রামপাল সেন শহরের সিরমোর চৌরাস্তায় ছোট্ট হেয়ার সেলুনের দোকান৷ রামপাল ও গীতা সেন পাঁচ বাচ্চা৷ তিন ভাইয়ের মধ্যে কুলদীপ সবচেয়ে বড়৷ (PIC-150kuldeep)
advertisement
2/6
ডানহাতের জোরে বোলার কুলদীপ সেন ক্রিকেটের শুরু করেছিলেন বিন্ধ্য ক্রিকেট অ্যাকাডেমি (VCA) ক্লাবে এক দশক আগে শুরু হয়েছিলেন৷ এই অ্যাকেডেমি কুলদীপের থেকে কোনও বেতন নিত না৷ (PIC-150kuldeep)
advertisement
3/6
২০১৮ সালে কুলদীপ সেন মধ্যপ্রদেশের হয়ে রণজি ট্রফি খেলেন৷ তিনি পঞ্জাবের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন৷ কুলদীপ নিজের আত্মপ্রকাশের মঞ্চে ২৫ উইকেট নেন৷ (PIC-150kuldeep)
advertisement
4/6
কুলদীপ আউট সুইং খুব ভালভাবে দিতে পারেন৷ নিম্নক্রমে নেমে তিনি জবরদস্ত ব্যাটিং করেন৷ পাশাপাশি তিনি বড় বড় ছক্কা মারতে পারেন৷ (PIC-150kuldeep)
advertisement
5/6
রিভা জেলার এই দারুণ বোলার লাগাতার ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেন৷ তাঁর সুইং ও আউট সুইং দুটোতেই কামাল করতে পারেন৷ (PIC-150kuldeep)
advertisement
6/6
কুলদীপ সেন রণজি ট্রফিতে ১৪ ম্যাচে এখনও অবধি ৪৩ উইকেট নিয়েছেন৷ কোচ এরিল এন্থনি ২০১৮ সালে কুলদীপ লাগাতার ট্রেনিং করেছেন৷ কুলদীপের দারুণ বোলিংয়ের দমে রাজস্থান লখনউ সুপার জায়ন্টসকে হারিয়ে শীর্ষ স্থান দখল করে৷ (PIC-150kuldeep)
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2022: পাড়ার মোড়ে বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল