TRENDING:

IPL 2022: আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে আসার আগেই তারকা পেসার সেরে নিলেন বিয়ে

Last Updated:
IPL 2022: ৩৩ বছরের নিউজিল্যান্ড টিম সাউদি আইপিএল ২০২২ -এ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন৷ সাউদি নিজের গার্লফ্রেন্ড ব্রায়া ফাহির সঙ্গে বিয়ে সেরে নিলেন৷
advertisement
1/6
আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে আসার আগেই তারকা পেসার সেরে নিলেন বিয়ে
৩৩ বছরের নিউজিল্যান্ড টিম সাউদি আইপিএল ২০২২ -এ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন৷ সাউদি নিজের গার্লফ্রেন্ড ব্রায়া ফাহির সঙ্গে বিয়ে সেরে নিলেন৷ সোশ্যাল মিডিয়ায় বিয়ের ফটো আপলোড করে দিলেন৷ সেখানে আবার লাল হার্ট শেপ দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন 'forever'৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
2/6
টিম সাউদির ছোট মেয়ের জন্ম হয়েছে ২০১৯ সালে৷ সাউদি আইপিএল ২০২২ মেগা নিলামে তাঁকে ১.৫ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR)৷ তাঁকে বেস প্রাইসেই কিনে নেয় কেকেআর৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
3/6
লম্বা উচ্চতার জোরে বোলার টিম সাউদি দ্বিতীয় লেগে প্যাট কামিন্স (Pat Cummins) -র বদলে দলে এসেছেন৷ সাউদি সংযুক্ত আরব আমিরশাহি-র নাম এসেছে৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
4/6
টিম সাউদি আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) জার্সিতে খেলেছেন৷ সাউদি ৪৩ আইপিএল ম্যাচ খেলে মোট ৩১ উইকেট নিয়েছেন৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
5/6
টিম সাউদি ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দারুণ বোলার হিসেবে পরিগণিত হন৷ সেখানে তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলারদের তালিকায় ২ নম্বরে রয়েছেন৷ ৯২ ম্যাচে তাঁর দখলে ১১১ উইকেট৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
6/6
টিম সাউদির ছোট মেয়ে ২০১৯ এ জন্মেছে৷ তাঁর এই মেয়ে ছাড়া আরও একটি ছেলেও রয়েছে৷ (Photo-Tim Souhtee/Instagram)
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2022: আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে আসার আগেই তারকা পেসার সেরে নিলেন বিয়ে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল