IPL 2022 Mega Auction: নিলামের প্রথমেই ধামাকা শুরু KKR-র, শ্রেয়স-কামিন্স দলে, বাকি তারকারা কে কোথায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL2022 Mega Auction) কেকেআরের (KKR) জবরদস্ত প্রথম ইনিংস তুলে নিলেন সকলের টার্গেটে থাকা শ্রেয়স আইয়ারকে৷
advertisement
1/10

#: শিখর ধাওয়ানকে (Sikhar Dhawan) দিয়ে এবারের আইপিএল ২০২২ (IPL 2022) আগে মেগা নিলামের আসরে (IPL 2022 Mega Auction ) জমে উঠল প্রথম লড়াই৷ প্রথমে শিখর ধাওয়ানকে নিয়ে লড়াই শুরু করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটাল্স৷ পরে লড়াইতে ঢুকে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় শিখর ধাওয়ানকে তুলে নেয় পঞ্জাব কিংস৷ পঞ্জাবের ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে তিনি ওপেন করবেন ম্যাচ৷ পাশাপাশি পঞ্জাবের অধিনায়কত্বের ব্যাটনও পেতে পারেন অভিজ্ঞ শিখর ধাওয়ানই৷
advertisement
2/10
রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) নিয়ে জোরই টানাটানি হল দিল্লি ক্যাপিটাল্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে৷ শেষবেলায় নিলামে ঢুকে ৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালস ব্যাগে পুরল রবিচন্দ্রন অশ্বিনকে৷
advertisement
3/10
প্যাট কামিন্সকে (Pat Cummins) দিয়ে নিলামে প্রথম দান খোলে কেকেআর (KKR)৷ গুজরাত টাইটান্স তাঁকে নিয়ে লড়াইতে নামে৷ ৭.২৫ কোটি টাকায় কেকেআর কিনে নেয় প্যাট কামিন্সকে৷ গতবারের ১৪ কোটির প্রায় অর্ধেক দামেই তাঁকে তুলে নিল কেকেআর৷ কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্পও হতে পারেন অজি স্পিডস্টার৷
advertisement
4/10
কাগিসিও রাবাদাকে (Kagisio Rabada) নিয়ে প্রথমে দিল্লি ও গুজরাত টাইটান্সের মধ্যে দড়ি টানাটানি হয়৷ তারপরে আসে পঞ্জাব৷ পঞ্জাব কিংস ও গুজরাত টাইটাইন্স দর বাড়াতে থাকে তরুণ এই প্রোটিয়া স্পিডস্টারকে নিয়ে৷ আইপিএলে তাঁর বোলিং স্ট্রাইক সবচেয়ে বেশি৷ কিংস তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হলেন৷
advertisement
5/10
ট্রেন্ট বোল্টকে (Trent Boult) নিয়ে ঝাঁপায় আরসিবি৷ রাজস্থান রয়্যালেসর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই৷ এরপর নিজের পুরনো প্লেয়ারকে নিতে ঝাঁপায় মুম্বই ইন্ডিয়ান্স৷ রাজস্থান রয়্যালসের ঘরে গেলেন ৮ কোটিতে৷
advertisement
6/10
শ্রেয়স আইয়ারকে (Shreyash Iyer) নিয়ে প্রত্যাশামতোই দড়ি টানাটানি৷ একাধিক দল ঝাঁপায় তাঁকে নিতে৷ কেকেআর , দিল্লির জোর টানাটানি৷ পরে গুজরাত নামে লড়াইতে৷ প্রথম প্লেয়ার যিনি দুই অঙ্কের সংখ্যা পেরোলেন৷ (KKR)৷ ১২.৫ কোটিতে শ্রেয়স আইয়ার এলেন কলকাতায়৷ নাইট রাইডার্সের নতুন অধিনায়ক৷
advertisement
7/10
মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়েও জোর টানাটানি৷ কলকাতা নাইট রাইডার্স , রয়্যাল চ্যালেঞ্জার্স জোর লড়লেও গুজরাত টাইটান্স কিনে নিল মহম্মদ শামিকে৷ ৬.২৫ কোটিতে বিক্রি হলেন তিনি৷
advertisement
8/10
ফ্যাফ ডু প্লেসি ৭ কোটিতে গেলেন আরসিবি-তে৷
advertisement
9/10
কুইন্টন ডি কক ৬.২৫ কোটি টাকায় গেলেন লখনউতে গেলেন৷
advertisement
10/10
দিল্লি ক্যাপিটাল্সে ৬.২৫ কোটিতে গেলেন ডেভিড ওয়ার্নার৷