Gujarat CM Felicitates Hardik Pandya: আইপিএল জেতা যেন বিশ্বকাপ জয়ের মতো! দেখুন, কত বড় পুরস্কার পেলেন পান্ডিয়া!
- Published by:Suman Majumder
Last Updated:
Gujarat CM Felicitates Hardik Pandya: আইপিএল ট্রফি জয় তা হলে সত্যি জীবন বদলে দিতে পারে!
advertisement
1/6

আইপিএল ২০২২ খেতাব জিতেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এই জয় তো প্রায় বিশ্বকাপ জেতার মতোই হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/6
একটা জ হার্দিক পান্ডিয়াকে গুজরাটের রাজা করে দিয়েছে প্রায়। গুজরাটের মানুষের অফূরান ভালবাসা পাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার।
advertisement
3/6
কিছু বছর আগে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয়ের পরও শহর কলকাতা এমন উন্মাদনায় ভেসেছিল। এবার গুজরাট পান্ডিয়াদের ভালবাসায় ভরিয়ে দিল।
advertisement
4/6
হুড খোলা বাসে ঘোরানো, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের সংবর্ধনা, কিছুই বাদ গেল না পান্ডিয়াদের জন্য। একেবারেস রাজকীয় সংবর্ধনা যাকে বলে।
advertisement
5/6
খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা, এত সম্মান! পান্ডিয়ারা যেন আরও উঁচু কোনও আকাশের তারা হলেন।
advertisement
6/6
পান্ডিয়াদের এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় করল সাধারণ মানুষ। জয়ধ্বনি উঠল তাঁদের নামে। একখানা আইপিএল জয় তা হলে সত্যিই জীবন বদলে দিতে পারে!