TRENDING:

একবার শুনুন না ক্যাপ্টেন কোহলির পরামর্শ, পরিসংখ্যান তো মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট

Last Updated:
advertisement
1/8
একবার শুনুন না ক্যাপ্টেন কোহলির পরামর্শ, পরিসংখ্যান তো মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট
বিরাট কোহলি যে ফিটনেস ফ্রেক তা কারোর অজানা নয় ৷ নিজের দলের ক্রিকেটারদের মধ্যেও সেই ফিটনেস মন্ত্র ভরে দিয়েছেন তিনি ৷ এবার চাইছেন শুধু ক্রিকেটার বা প্লেয়াররাই নন, ফিটেনেসে মাতুন দেশবাসী ৷ File Photo
advertisement
2/8
বিরাট কোহলি ও পুমা একটি রিচার্স সংস্থার মাধ্যমে একটি সমীক্ষা করিয়েছেন ৷ তাতে ভারতীয়দের মধ্যে কমন ফিটনেসের যে হাল চোখে পড়েছে তাতে রীতিমতো ভেঙে পড়তে হয় ৷ এরপরেই বিরাট বার্তা দিয়েছেন যে দেশে-র মানুষদেরও ফিটনেস সচেতন হওয়া উচিত ৷ বিরাটের বার্তা ভালোবেসে ব্যায়াম করুন ৷ এটা আপনাকে খুশি করে দেবে ৷ পাশাপাশি তাঁর বার্তা এটাকে রোজকার রুটিনের মধ্যে নিয়ে আসুন ৷ File Photo
advertisement
3/8
সাম্প্রতিক রিসার্চ জানিয়েছে ভারতের ১/৩ জনসংখ্যা সারা বছরে একদিনও ব্যায়াম করে না ৷ তারমধ্যে রয়েছে ঘরে কিম্বা বাইরে বা জিমে কিম্বা ফিটনেস সেন্টারে শারীরিক কসরত করা ৷ এরমধ্যে রয়েছে দৌড়নো,হাঁটা, জুম্বা, যোগা, সাঁতার কাটা ৷ এছাড়াও থাকে বিভিন্ন খেলাধুলোয় অংশগ্রহণ করা ৷ File Photo
advertisement
4/8
এছাড়াও রয়েছে বিস্ফোরক পরিসংখ্যান ৫৭ শতাংশ মানুষ সারা বছর কোনও রকম খেলা খেলেননি ৷ এই সংখ্যক মানুষ শেষ খেলাধুলো করেছেন নিজেদের স্কুল বা কলেজ জীবনে ৷ ১৮-২১ বছরের মধ্যে জনসংখ্যা যেখানে ৭০ শতাংশ মানুষ খেলাধুলো করেন ৷ সেখানে যেই বয়সের গণ্ডিটা ৩৬-৪০ বছর অবধি হয়ে যায় তখন খেলার পরিসংখ্যানটা হয়ে যায় মাত্র ২৬ শতাংশ ৷ File Photo
advertisement
5/8
৫৮ শতাংশ মানুষ না খেলার কারণ হিসেবে দেখান সময়ের অভাব ৷ যাঁরা এই কথা বলে তাঁরা সোশ্যাল মিডিয়ায় দিনে ৪-৫ ঘন্টা সময় কাটান এটাও জানাচ্ছে সমীক্ষা ৷ File Photo
advertisement
6/8
এদিকে যাঁরা খেলাধুলো করেন তাঁদের মতে ৮১ শতাংশ মানুষ মনে করেন এটা তাঁরা উপভোগ করেন তাই করেন ৷ তাঁদের মতে এটা স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে ৷ File Photo
advertisement
7/8
গোয়া-র মানুষ সবচেয়ে খেলাধুলো প্রিয় ৷ তাদের ৮৯ শতাংশ মানুষ মাসে অন্তত একবার খেলেন ৷ এরপর রয়েছে হায়দরাবাদ ও মুম্বই ৷ তালিকার একদম তলার দিকে রয়েছে রায়পুর ও পটনা ৷ File Photo
advertisement
8/8
এই তথ্য পরিসংখ্যান হাতে পেয়ে স্তম্ভিত বিরাট কোহলি বলেছেন, ‘‘দেশের ১/৩ জনসংখ্যা এক বছরে কোনও শারীরিক কসরত করেননি এটা খুবই ভয়াবহ একটা পরিসংখ্যান ৷ আমি নিজে এটা করি তাই আমি বলতে পারি এটা লাইফস্টাইলের অঙ্গ হতে পারে ৷ File Photo
বাংলা খবর/ছবি/খেলা/
একবার শুনুন না ক্যাপ্টেন কোহলির পরামর্শ, পরিসংখ্যান তো মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল