Jawan: জওয়ান দেখে কী প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেটার! জবাব দিলেন শাহরুখ খানও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan blockbuster movie Jawan: জওয়ান জ্বরে কাবু সিনে প্রেমিরা। বলিউডের ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙে তছনছ করে দিচ্ছেন শাহরুখ খান। বেশিদিন সেই জওয়ান ঝড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না ভারতীয় ক্রিকেটার তথা কেকেআর তারকা রিঙ্কু সিং।
advertisement
1/6

জওয়ান জ্বরে কাবু সিনে প্রেমিরা। বলিউডের ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙে তছনছ করে দিচ্ছেন শাহরুখ খান।
advertisement
2/6
বেশিদিন সেই জওয়ান ঝড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না ভারতীয় ক্রিকেটার তথা কেকেআর তারকা রিঙ্কু সিং।
advertisement
3/6
আয়ারল্যান্ড সফর থেকে ফিরে বর্তমানে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন রিঙ্কু সিং। তারই ফাঁকে দেখে ফেললেন কিং খানের জওয়ান।
advertisement
4/6
‘জওয়ান’ দেখতে গিয়ে রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় লেখেন,"বিরক্ত করবেন না। আমার প্রিয় শাহরুখের খানের সিনেমা দেখতে এসেছি। আপনাকে ভালবাসি স্যর।"
advertisement
5/6
রিঙ্কুর পোস্টে প্রতিক্রিয়াও দিয়েছেন বলিউড বাদশা। শাহরুখ খান লেখেন,"আশা করি তুমি মজা পেয়েছ। তোমাকেও ভালবাসি।" পাল্টা রিঙ্কু লেখেন,"খুবই মজা পেয়েছি।"
advertisement
6/6
আইপিএল ২০২৩-এ রিঙ্কু ৫ ছক্কা মেরে ম্যাচ জেতানোর পর থেকে শাহরুখ খানের খুব প্রিয়। রিঙ্কুর বিয়েতে যাওয়ারও কথা দিয়েছেন কিং খান।