ODI World Cup 2023: ১০ বছরের লজ্জা-হতাশা, ওডিআই বিশ্বকাপে কি আসতে পারে বড় পরিবর্তন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023: ২০১৩ সালে শেষবার এমএস ধোনির নেতৃত্বে কোনও আইসিসি ট্রফি জিতেছিল ভারত। সেবার ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। তারপর দশ বছর কেটে গেলেও হতাশাই সঙ্গী ভারতের।
advertisement
1/10

২০১৩ সালে শেষবার এমএস ধোনির নেতৃত্বে কোনও আইসিসি ট্রফি জিতেছিল ভারত। সেবার ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। তারপর দশ বছর কেটে গেলেও হতাশাই সঙ্গী ভারতের।
advertisement
2/10
২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। তখনও অধিনায়ক ছিলেন এমএস ধোনি। কিন্তু সেবার ফাইনালে শ্রীলঙ্কার ৬ উইকেটে হারতে হয়েছিল ভারতীয় দলকে।
advertisement
3/10
এরপর ২০১৫ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় ভারতীয় দলকে। সেটাই অধিনায়ক হিসেবে শেষ একদিনের বিশ্বকাপ ছিল ধোনির।
advertisement
4/10
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপেও ঘরের মাঠে সেমি ফাইনালে পৌছায় ভারত। কিন্তু শেষ চারের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯২ রান করেও হারতে হয় ভারতীয় দলকে।
advertisement
5/10
এরপর ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২০১৭ সালে হারের মুখ দেখতে হয় ভারতকে। পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে ১৮০ রানে লজ্জার হারের সম্মুখীন হতে হয় ভারতীয় দলকে।
advertisement
6/10
এরপর ২০১৯ সালের একদিনের বিশ্বকাপ। আরও একবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতীয় দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৩৯ রান তাড়া করতে গিয়ে ২২১ রানে অলআউট হয়ে যায় ভারত।
advertisement
7/10
তারপর ২০২১ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেও ৮ উইকেটে হারতে হয় তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দলকে।
advertisement
8/10
২০২২ সালে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে লজ্জার হার সম্মুখীন হতে হয় ভারতকে। প্রথমে ব্যাট করে ১৬৮ করে ভারত। জবাবে ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড।
advertisement
9/10
আর এবার ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে লজ্জার হার। ফলে ১০ বছর ধরে আইসিস ট্রফির খরা অব্যাহত।
advertisement
10/10
চলতি বছরেই দেশের মাটিতে রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। যেখানে আয়োজক হিসেবে হট ফেভারিট ভারত। ওডিআই বিশ্বকাপে জিততে ভারতীয় দলে কোনও বড় পরিবর্তন হবে কিনা তার উত্তর দেবে সময়। এখন দেখার ২০১১-র পর আরও একবার ওডিআই বিশ্বকাপ জিতে আইসিসি ট্রফির খরা ভারত কাটাতে পারে কিনা।