Indian Cricket Team: প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ড! যা পারেনি ধোনি-কোহলি-রোহিতের দল, তা করে দেখাল সূর্যের ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Cricket Team Register Their Fastest Chase In T20 Cricket: একতরফা ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ২০২৫ অভিযান দুরন্তভাবে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল।
advertisement
1/6

একতরফা ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ২০২৫ অভিযান দুরন্তভাবে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। (Photo-AP)
advertisement
2/6
ম্যাচে প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরশাহি ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেনকুলদীপ যাদব। (Photo-AP)
advertisement
3/6
৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই মারকাটারি ব্যাটিং করে ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। ৪ ওভারে ৪৮ রানের জুটি গড়েন তারা। (Photo-AP)
advertisement
4/6
অভিষেক শর্মা ১৬ বলে ৩০ করে আউট হন। এরপর শুভমান গিল ২০ ও সূর্যকুমার যাদব৭ রানে অপরাজিত থেকে মাত্র ৪.৩ ওভারে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। (Photo-AP)
advertisement
5/6
মাত্র ২৭ বলে ম্যাচ জিতে একটি বড় রেকর্ডও গড়েছে তরুণ ভারতীয় দল। এর আগে এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার দল যা পারেনি, এশিয়া কাপের প্রথম ম্যাচেই তা করে দেখাল সূর্যকুমার যাদবের দল।(Photo-AP)
advertisement
6/6
এটি টি-২০ আন্তর্জাতিকে ভারতের দ্রুততম রান তাড়া করার রেকর্ড। এর আগে কোনও দিনও মাত্র ৪.৩ ওভারে ম্যাচ জেতার নজির ছিল না টিম ইন্ডিয়ার। যা হল ইউএই-র বিরুদ্ধে। (Photo-AP)