India vs Zimbabwe 3rd T20: ভারতীয় দলে ফিরছেন দুই মহাতারকা! শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Zimbabwe 3rd T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ১০০ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। আগামী বুধবার সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। তার আগে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপ জয়ের পরই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। জিম্বাবোয়ে সফরে দ্বিতীয় দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেই দলে রয়েছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার।
advertisement
2/6
ইতিমধ্যেই জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ১০০ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। আগামী বুধবার সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। তার আগে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার।
advertisement
3/6
জিম্বাবোয়ের বিরুদ্ধে দল টি-২০ বিশ্বকাপের মাঝেই ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই। কিন্তু টি-২০ বিশ্বকাপের দলে থাকায় ২ জন ক্রিকেটার শুরুতে যোগ দিতে পারেননি। তাই প্রথম দুটি ম্যাচের জন্য আলাদা দল ও শেষ ৩টি ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করেছিল বিসিসিআই।
advertisement
4/6
সেই দুই তারকা ক্রিকেটার হলেন সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। টি-২০ বিশ্বকাপের দলে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি দুজন। দেশে ফিরে সেলিব্রেশনের কারণে জিম্বাবোয়ে সফরে যোগ দিতে দেরি হয় দুজনের। তৃতীয় ম্যাচে দলে যোগ দেবেন।
advertisement
5/6
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিল ভারতের পুরো ব্যাটিং লাইন। যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং তাণ্ডব করেছেন ভারতীয় ব্যাটাররা। তৃতীয় ম্যাচ থেকে যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনরা দলে ফিরলে শক্তি অনেকটাই বাড়বে ভারতের।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন জিম্বাবোয়ে সফরের শেষ ৩টি টি-২০ ম্যাচে জন্য ভারতীয় স্কোয়াডশুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।