India vs West Indies: এমন ৫ লজ্জার রেকর্ড আগে কখনও হয়নি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হেরে যা গড়ল ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে হার ভারতের। প্রথম ২ ম্যাচ হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। কিন্তু পঞ্চম ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজ খোয়ায় ভারত। এই হারের ফলে একাধিক লজ্জার রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।
advertisement
1/6

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে হার ভারতের। প্রথম ২ ম্যাচ হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। কিন্তু পঞ্চম ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজ খোয়ায় ভারত। এই হারের ফলে একাধিক লজ্জার রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।
advertisement
2/6
১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারল ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাগাতার ১২টি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে হারের মুখ দেখতে হল ভারতকে।
advertisement
3/6
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে টি-২০ সিরিজ খেলছে ভারত। এই প্রথম কোনও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারল ভারতীয় দল। একই ২০১৭ সালের পর প্রথম কোনও টি-২০ দ্বিপাক্ষিক সিরিজ হারল ভারত।
advertisement
4/6
এর আগে টি-২০ ক্রিকেটের ইতিহাসে কোনও সিরিজে তিনটি ম্যাচ হারেনি ভারতীয় দল। সেই কাজটাই এবার করে দেখাল রভম্যান পাওয়েলের দল। হার্দিকের নেতৃত্বে এই লজ্জার রেকর্ডও গড়ল টিম ইন্ডিয়াষ
advertisement
5/6
এর আগে বিশ্বের কোনও দল পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে হারের মুখ দেখতে হয়নি ভারতীয় দলকে। এই প্রথমবার সেই স্বাদ পেল ভারত। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
advertisement
6/6
এর আগে আয়ারল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে টি-২০ সিরিজ জিতেছিল অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই প্রথম ভারতীয় দলের নেতা হিসেবে কোনও টি-২০ সিরিজ হারলেন হার্দিক।