TRENDING:

IND vs WI 3rd T20: দেওয়ালে ঠেকে গিয়েছে পিঠ, ডু অর ডাই ম্যাচ, ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন

Last Updated:
India vs West Indies 3rd T20: পাঁচ ম্যাচে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ পিছিয়ে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোনও গতি নেই। সিরিজের বাকি তিনটি ম্যাচই ভারতের কাছে ডু অর ডাই পরিস্থিতি।
advertisement
1/6
দেওয়ালে ঠেকে গিয়েছে পিঠ, ডু অর ডাই ম্যাচ, ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন
৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সিরিজের বাকি তিনটি ম্যাচের প্রতিটিতেই জয় ছাড়া কোনও গতি নেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া।
advertisement
2/6
প্রথম দুটি ম্যাচে ভারতীয় দলের হারের সবথেকে বড় কারণ ব্যাটিং লাইনের ব্যর্থতা। বোলিং অ্যাটাকও খুব একটা আহামরি মনে হয়নি। ফলে তৃতীয় ম্যাচে দুই বিভাগের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নিয়ে জয়ে ফিরতে মরিয়া ভারতীয় দল।
advertisement
3/6
ডু অর ডাই তৃতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জোর জল্পনা রয়েছে। কারণ ব্যাটিং লাইনে ব্যর্থ সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবরা। রিজার্ভে বসে রয়েছেন যশস্বী জয়সওয়াল। অপরদিকে, দ্বিতীয় ম্যাচে হাল্কা চোটের জন্য খেলতে পারেননি কুলদীপ যাদব। তিনি দলে ফিরবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।
advertisement
4/6
ফলে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এমনিতেই প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়া, অতির্কিত পরীক্ষা-নিরীক্ষা, সর্বপরি দলে সিনিয়র ক্রিকেটারদের অভাবেপ খেসারত পরপর ২ হার দিয়ে দিতে হয়েছে ভারতকে। তৃতী ম্যাচে বেস্ট ইলেভেনই নামাতে চাইছেন রাহুল দ্রাবিড়।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন তৃতীয় ম্যাচে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব / রবি বিষ্ণোই, উমরান মালিক / মুকেশ কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহল।
advertisement
6/6
তৃতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স (সহ অধিনায়ক), জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেড ম্যাককয়।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs WI 3rd T20: দেওয়ালে ঠেকে গিয়েছে পিঠ, ডু অর ডাই ম্যাচ, ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল