IND vs WI 1st T20: দলে নেই কোনও সিনিয়র! প্রথম একাদশে একাধিক চমক? ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচে কেমন হতে পারে দুই দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs West Indies 1st T20: টেস্ট ও একদিনের সিরিজের পর এবার লড়াই টি-২০-র। ক্যারিবিয়ান ভূমিতে ক্রিকেটের সবথেকে ছোট ও উত্তেজক ফর্ম্যাটে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জয় দিয়ে ৫ ম্যাচের সিরিজ শুরু করতে মরিয়া দুই দল।
advertisement
1/6

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ব্রায়ান লারা স্টেডিয়া হবে এই ম্যচ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে রভম্যান পাওয়েল।
advertisement
2/6
টেস্ট সিরিজ ও একদিনের সিরিজ জয়ের পর এবার টি-২০ সিরিজেও নিজেদের বিজয় পতাকা ওড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী টিম ই্ন্ডিয়া। টিমের সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে আরও একবার নিজেদের প্রমাণ করে বদ্ধপরিকর টিম ই্ন্ডিয়া।
advertisement
3/6
সামনেই একদিনের বিশ্বকাপ থাকায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। ওডিআই ক্রিকেটও শেষ দুটি ম্যাচে খেলেননি রোহিত-কোহলিরা। আর টি-০২ সিরিজে দলে একাধিক ক্রিকেটারের অন্তর্ভুক্তি ঘটেছে।
advertisement
4/6
ফলে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতীয় দল তা নিয়ে রয়েছে জল্পনা। গিল-ইশান-যশস্বীর মধ্যে কে করবে ওপন, ইশান খেললেও টি-২০ ক্রিকেটে কী দলে জায়গা পাবেন সঞ্জু, কোনও সিনিয়র পেসার না থাকায় কে নেতৃত্ব দেবে পেস অ্যাটাককে, ২ স্পিনার না ৩ স্পিনার খেলানো হবে, ইত্যাদি একাধিক প্রশ্ন রয়েছে।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন প্রথম টি-২০-তে ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, আভেস খান, অর্শদীপ সিং।
advertisement
6/6
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: জনসন চার্লস, কাইল মেয়ার্স (সহ অধিনায়ক), সাই হোপ, নিকোলাস পুরান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেড ম্যাককয়, আলজারি জোসেফ।