কোহলির শতরান, অনবদ্য রোহিত-গিল, শ্রীলঙ্কাকে ৩৭৪ রানের বিশাল টার্গেট দিল ভারত
- Published by:Sudip Paul
Last Updated:
ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাট করে ৩৭৩ রানের বিশাল স্কোর করল টিম ইন্ডিয়া। শতরান করলেন বিরাট কোহলি। অর্ধশতরান রোহিত শর্মা ও শুবমান গিলের।
advertisement
1/6

গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বর্ষাপাড়া স্টেডিয়ামে রাতে ডিউ সমস্যার জন্যই ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। সিদ্ধান্ত সঠিক বলেই মনে করে ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
2/6
শুবমান গিলের সঙ্গে ইনিংসেক শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা। অনবদ্য পার্টনারশিপ করেন দুই ওপেনার। একদিকে আক্রণাত্মক ব্যাটিং করেন রোহিত, অপরদিকে ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যান শুবমান গিল। ১৪৩ রানের পার্টনারশিপ করেন রোহিত শর্মা ও শুবমান গিল।
advertisement
3/6
ব্যক্তিগত ৭০ রান করে দাসুন শানাকার বলে আউট হন শুবমান গিল। বেশ কিছু অনবদ্য শট খেলেন তরুণ ওপেনার। ৬০ বল নেন ৭০ রান করার জন্য। ১১টি চারে সাজানো তার ইনিংস। ইশান কিশানের পরিবর্তে তাকে নেওয়া সিদ্ধান্ত যে সঠিক তা নিজের দুরন্ত ফর্ম ধরে রেখে বুঝিয়ে দেন গিল।
advertisement
4/6
অপরদিকে, ব্যাট হাতে ছন্দে পাওয়া যায় অধিনায়ক রোহিত শর্মাকেও। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ৬৭ বলে ৮৩ রানের ইনিস খেলে দিলশান মদুশঙ্কার বলে আউট হন রোহিত শর্মা। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো হিটম্যানের ইনিংস।
advertisement
5/6
রোহিত-গিলের তৈরি করা শক্ত ভিতের উপর নিজের আরও স্পেশাল ইনিংস খেলেন বিরাট কোহলি। বিরাট কোহলির ব্যাটে ভর করে বিশাল স্কোর করে ভারত। একদিনের ক্রিকেটে কেরিয়ারের ৪৫ তম শতরান রান করেন বিরাট কোহলি। ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলে কাসুন রাজিথার বলে আউট হন বিরাট কোহলি। ১২টি চার ও ১টি ছয়ে সাজানো তার ইনিংস।
advertisement
6/6
এছাড়া ভারতের হয়ে কেএ রাহুল করেন ৩৯ রান, শ্রেয়স আইয়র করেন ২৮ রান, হার্দিক পান্ডিয়া করেন ১৪ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করে ভারত। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুশল রাজিথা। জয়ের জন্য শ্রীলঙ্কার টার্গেট ৩৭৪ রান।