কোহলির শতরান মানেই রেকর্ডের ছড়াছড়ি, এবার সচিনকে পেছনে ফেললেন বিরাট
- Published by:Sudip Paul
Last Updated:
ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাট করে ৩৭৩ রানের বিশাল স্কোর করল টিম ইন্ডিয়া। শতরান করলেন বিরাট কোহলি। অর্ধশতরান রোহিত শর্মা ও শুবমান গিলের। একাধিক রেকর্ড কোহলির ঝুলিতে।
advertisement
1/6

এছাড়া ভারতের হয়ে কেএ রাহুল করেন ৩৯ রান, শ্রেয়স আইয়র করেন ২৮ রান, হার্দিক পান্ডিয়া করেন ১৪ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করে ভারত। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুশল রাজিথা। জয়ের জন্য শ্রীলঙ্কার টার্গেট ৩৭৪ রান।
advertisement
2/6
রোহিত-গিলের তৈরি করা শক্ত ভিতের উপর নিজের আরও স্পেশাল ইনিংস খেলেন বিরাট কোহলি। বিরাট কোহলির ব্যাটে ভর করে বিশাল স্কোর করে ভারত। একদিনের ক্রিকেটে কেরিয়ারের ৪৫ তম শতরান রান করেন বিরাট কোহলি। ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলে কাসুন রাজিথার বলে আউট হন বিরাট কোহলি। ১২টি চার ও ১টি ছয়ে সাজানো তার ইনিংস।
advertisement
3/6
সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড ভাঙলেন ও একটি রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক কেরিয়ারে ভারতের মাটিতে সচিন তেন্ডুলকর ১৬৪টি ওডিআই খেলে ২০টি সেঞ্চুরি করেছিল।
advertisement
4/6
বিরাট কোহলি এই ম্যাচের আগে ১০১টি ম্যাচ খেলে ১৯টি শতরান ছিল। গুয়াহাটিতে শতরান কর ১০২ ম্যাচে ২০টি শতরান করে মাস্টার ব্লাস্টারকে ধরলেন বিরাট কোহলি।
advertisement
5/6
একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ছিল ৮৪ ম্যাচে ৮টি। মাত্র ৪৮ ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ৯ নম্বর শতরান করে সচিনকে টপকে গেলেন বিরাট কোহলি।
advertisement
6/6
প্রসঙ্গত, চলতি বছরই ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপ রয়েছে। তার আগে গত বছরের শেষ ম্যাচ ও নতুন বছরের প্রথম ম্যাচে পরপর শতরান বিরাটের ব্যাটে। খুশি কোহলির বিরাট ফ্যানেরা।