IND vs SA : মাঠে ঢুকে কোহলিকে প্রণাম! ইডেনে ঢুকে পড়া আর কি সম্ভব? দিল্লি বিস্ফোরণের পর যা হচ্ছে কলকাতায়, বড় আপডেট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Sa Test Eden: ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটি দল ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা। দুটি দলে টিম বাসের ৫০ মিটারের মধ্যে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। গতকাল অনেকেই ভারতীয় দলের টিম বাসের কাছাকাছি চলে এসেছিলেন।
advertisement
1/6

আইপিএল চলাকালীন মাঠে ঢুকে বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করার পরই ময়দান থানার পুলিশের হাতে গ্রেফতার হন বছর আঠোরোর তরুণ ঋতুপর্ণ পাখিরা। ন্যায় সংহিতা আইনের অপরাধমূলক অনুপ্রেবেশের মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার পর ব্যাঙ্কশাল আদালতে জামিন পান বিরাট-ভক্ত বর্ধমানের তরুণ ঋতুপর্ণ।
advertisement
2/6
এখন প্রশ্ন হল, এমন দুঃসাহসিক ঘটনা কি আর ইডেনে ঘটা সম্ভব? দিল্লি বিস্ফোরণের পর নিশ্চিদ্র নিরাপত্তা ইডেনে। এমন পরিস্থিতি পুলিশ-প্রশাসনের আশ্বাস, ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে মাছি গলার জো নেই ইডেনে। ফেন্সিং টপকে কারও মাঠে ঢোকা অসম্ভব ব্যাপার।
advertisement
3/6
ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটি দল ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা। দুটি দলে টিম বাসের ৫০ মিটারের মধ্যে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। গতকাল অনেকেই ভারতীয় দলের টিম বাসের কাছাকাছি চলে এসেছিলেন। তবে আজ গার্ড্রেল করে দর্শকদের ৫০ মিটার দূরে দাঁড় করানো হয়েছে।
advertisement
4/6
টিম বাস ঘিরে রয়েছে কমান্ডো এবং র‍্যাফ। ইডেনে ড্রেসিংরুমের থেকে বাসে ওঠার পর্যন্ত যে জায়গা সেখানেও কাউকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। গতকাল পুলিশ কমিশনারের ইডেন ভিজিট এবং বৈঠকের পর নিরাপত্তা আরো টাইট করা হয়েছে।
advertisement
5/6
সূত্রের খবর, সিএবির তরফ থেকে বাড়তি নিরাপত্তার আর্জি জানানোর পাশাপাশি পুলিশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ইডেনের গ্যালারি থেকে ফেন্সিং টপকে দর্শকের মাঠে ঢুকে পড়ার অতীত নজির রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্যালারির নির্দিষ্ট কিছু এলাকায় কিছু রদবদল ঘটাচ্ছে সিএবি।
advertisement
6/6
বিষয়টা ইতিমধ্যে পুলিশ কর্তাদের জানিয়েছেন। জানা গিয়েছে, টেস্ট ম্যাচে গ্যালারিতে পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বাইপাস লাগোয়া দুটি হোটেলে রয়েছে দুই দল। রাজধানীতে সোমবারের ঘটনার পর ইতিমধ্যে টিম হোটেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেকের যাবতীয় নথিপত্র পরীক্ষার পর হোটেলে প্রবেশের অনুমতি পাচ্ছেন।