Ind vs Sa 2nd T20 : ১৯ ম্যাচে রান নেই...! তারকা ক্রিকেটার নিজেই এখন দলের বোঝা! বাদও দিতে পারছেন না গম্ভীর! আজ ভারতের প্রথম একাদশ দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Sa T20 : এই সিরিজে ভারতের নেতৃত্ব দিচ্ছেন টি২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। তিনি এখনও পর্যন্ত একটিও টি২০ সিরিজে হারের মুখ দেখেননি। তাঁর সহ-অধিনায়ক হিসেবে ফিরছেন শুভমান গিল। তবে দুজনেরই অফ ফর্ম এখ চিন্তা বাড়াচ্ছে দলের।
advertisement
1/7

গত ১৯টি ইনিংসে সূর্যকুমার যাদবের ব্যক্তিগত স্কোর—২১ (১৭), ৪ (৯), ১ (৪), ০ (৩), ১২ (৭), ১৪ (৭), ০ (৪), ২ (৩), ৭* (২), ৪৭* (৩৭), ০ (৩), ৫ (১১), ১২ (১৩), ১ (৫), ৩৯* (২৪), ১ (৪), ২৪ (১১), ২০ (১০), ১২ (১১)… খোদ টি২০ ক্যাপ্টেনের অফ ফর্ম চিন্তায় রাখছে গম্ভীর-সহ টিম ম্যানেজমেন্টকে।
advertisement
2/7
ওদিকে দলে ফিরেছেন শুভমান গিল। তবে তাঁকে দেখে অনেকেই দাবি করছেন, এখনও ঘাড়ের চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি। এমনকী তাঁরও ব্যাটে রান নেই। দলের দুই সুপারস্টার ব্যাটার অফ ফর্মে। ফলে টিম ইন্ডিয়ার চিন্তার শেষ নেই।
advertisement
3/7
এই সিরিজে ভারতের নেতৃত্ব দিচ্ছেন টি২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। তিনি এখনও পর্যন্ত একটিও টি২০ সিরিজে হারের মুখ দেখেননি। তাঁর সহ-অধিনায়ক হিসেবে ফিরছেন শুভমান গিল। তবে দুজনেরই অফ ফর্ম এখ চিন্তা বাড়াচ্ছে দলের। আজ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে তাঁরা রান পান কি না সেটাই দেখার।
advertisement
4/7
রোহিত শর্মার অবসরের পর এখন ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের সেই ভূমিকায় দেখা যায়। এর মাঝে কোচ গম্ভীর ওপেনার হিসেবে খেলান সঞ্জু স্যামসনকেও। তিনিও তিনটি সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করেন। তবুও গম্ভীর তাঁকে আর দলে নিতে নারাজ।
advertisement
5/7
টি২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এই সিরিজ দুই দলের কাছে বড় পরীক্ষা। পাঁচ ম্যাচের এই সিরিজ যে দল জিতবে তারা বিশ্বকাপের আগে আত্নবিশ্বাস বাড়িয়ে নিতে পারবে।
advertisement
6/7
টি২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মোট ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরই মধ্যে একটি ম্যাচ জিতে ফেলেছে ভারত। চলতি সিরিজে আরও চারটি ম্যাচ বাকি।
advertisement
7/7
এবার দেখে নেওয়া যাক আজ চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ— অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।