IND vs SA: রূপ ও যৌবনের ককটেল! কেশব মহারাজের লাস্যময়ী স্ত্রী, নেশায় বুদ হবেন আপনিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA Love Story Of Keshav Maharaj and Lerisha Munsamy: বর্তমানে ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। এই প্রতিবেদনে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রোটিয়া তারকা কেশব মহারাজের স্ত্রী-র সঙ্গে।
advertisement
1/8

১০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। বর্তমানে ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। এই প্রতিবেদনে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রোটিয়া তারকা কেশব মহারাজের স্ত্রী-র সঙ্গে। (ছবি সৌ: কেশব মহারাজ ইনস্টগ্রাম)
advertisement
2/8
বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য কেশব মহারাজ। আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে পয়লা নাম্বার বোলারও তিনি। ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ বিয়ে করেছেন লেরিশা মুনসামির সঙ্গে। (ছবি সৌ: কেশব মহারাজ ইনস্টগ্রাম)
advertisement
3/8
কেশব ও লেরিশা ছোট বেলা থেকেই একে অপরের খুব ভাল বন্ধু ছিল। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব ভালবাসায় পরিণত হয়। বেশ কয়েক বছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন কেশব ও লেরিশা। (ছবি সৌ: কেশব মহারাজ ইনস্টগ্রাম)
advertisement
4/8
২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন এই জুটি। কেশবের মতন লেরিশার শিকড়ও যেহেকু ভারতে, তাই ভারতীয় সংস্কৃতি মেনেই হয় তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষ্য়ে রাজকীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। (ছবি সৌ: কেশব মহারাজ ইনস্টগ্রাম)
advertisement
5/8
বিয়েতে কেশব ও লেরিশা দুজনেই ভারতীয় পোশাক পরেছিলেন। লাল রংয়ের লেহেঙ্গা পরিহিত লেরিশাকে এতটাই সুন্দর লেগেছিল দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। কেশব মহারাজ পরেছিলেন পাঞ্জাবি। (ছবি সৌ: কেশব মহারাজ ইনস্টগ্রাম)
advertisement
6/8
কেশব মহারাজের স্ত্রীর রূপ সকলকেই মুগ্ধ করে। তাৎ স্টাইল স্টেটমেন্টেরও প্রশংসা করেন সকলেই। লেরিশা এক ভাল কত্থত শিল্পী। লেরিশার নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন কেশব মহারাজের পরিবার। (ছবি সৌ: কেশব মহারাজ ইনস্টগ্রাম)
advertisement
7/8
সোশ্য়াল মিডিয়াতে খুব সক্রিয় লেরিশা। মডেলিং জগতের সঙ্গেও যুক্ত তিনি। ইনস্টাগ্রামে তার প্রায় ৮০ হাজারের কাছাকাছি। লেরিশা খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। তার ছবিতে অসংখ্যা লাইক ও কমেন্ট পরে। (ছবি সৌ: কেশব মহারাজ ইনস্টগ্রাম)
advertisement
8/8
কেশব ও লেরিশার সম্পর্কও বেশ ভাল। ক্রিকেটের ফাঁকে সুযোগ পেলেই স্ত্রী-র সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পছন্দ করেন কেশব মহারাজ। কেশব ও লেরিশার জুটিকে সকলেই খুব পছন্দ করে। (ছবি সৌ: কেশব মহারাজ ইনস্টগ্রাম)