India vs Pakistan: এবার ভারতকে চরম হুঁশিয়ারি দিলেন শাহিন আফ্রিদি, ম্যাচের আগে বড় কথা বলে দিলেন পাকিস্তান পেসার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2023 India vs Pakistan: সুপার ফোর রাউন্ডে ভারতের বিরুদ্ধে নামার আগে কার্যত হুঁশিয়ারী দিয়ে রাখলেন শাহিন আফ্রিদি। বড় ম্যাচের আগে শাহিন একপ্রকার বলে দিলেন, এই তো সবে শুরু। তাঁর সেরাটা এখনও দেখেনি ভারত। শাহিনের হুঙ্কারও বলা যেতে পারে।
advertisement
1/6

রবিবার এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে ফের একবার মহাম্যাচ। মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে দুপুর ৩টে থেকে শুরু হবে এই ম্যাচ। ভারত-পাক দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
2/6
ভারতের বিরুদ্ধে আরও একবার আগুন ঝরাতে প্রস্তুত পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। গ্রুপ পর্বের খেলায় ভারতের বিরুদ্ধে একাই চার উইকেট নিয়েছিলেন তারকা বাঁ হাতি পেসার। শাহিনের শিকারের তালিকায় ছিলেন রোহিত-কোহলি-হার্দিক-জাদেজার মত নাম।
advertisement
3/6
এবার সুপার ফোর রাউন্ডে ভারতের বিরুদ্ধে নামার আগে কার্যত হুঁশিয়ারী দিয়ে রাখলেন শাহিন আফ্রিদি। বড় ম্যাচের আগে শাহিন একপ্রকার বলে দিলেন, এই তো সবে শুরু। তাঁর সেরাটা এখনও দেখেনি ভারত। শাহিনের হুঙ্কারও বলা যেতে পারে।
advertisement
4/6
ম্যাচের আগের দিন শাহিন আফ্রিদি বলেন,"গ্রুপের ম্যাচে আমার বোলিংকে সেরা বলছি। এই তো সবে শুরু। অনেক ভাল বোলিং অপেক্ষা করে রয়েছে। আমার সেরাটা দেওয়া এখনও বাকি। সেরাটা এখনও দেখেনি ভারত।"
advertisement
5/6
এছাড়াও শাহিন বলেছেন,"আমরা আইপিএল না খেললেও বিেদশি ক্রিকেটারদের থেকে ভারতের ব্যাটারদের সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমরা ভাল জায়গায় বোলিং করে ওদের চাপে রাখতে চাই। বিশ্বের এক নম্বর দল আমরা। প্রস্তুতিও সে ভাবেই নিয়েছি।"
advertisement
6/6
ম্যাচের আগের দিনই পাকিস্তান নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ: ফখর জমান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজ়ওয়ান, শাদাব খান (সহ-অধিনায়ক), সলমন আলি আঘা, ইফতিকার আহমেদ, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।