Virat Kohli: ওডিআইতে দ্রুততম ১৩ হাজার রান, সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে সবথেকে কম ইনিংসে ১৩ রান করার মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি। ভাঙলেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। এর আগে সচিন ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। কোহলি তা করলেন মাত্র ২৬৭ ইনিংসে।
advertisement
1/7

পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার বিদ্ধংসী ব্যাটিং করলেন বিরাট কোহলি। চির প্রতিদ্বন্দ্বি দেশের বিরুদ্ধে বরাবর জ্বলে ওঠে কোহলির ব্যাট। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ শুধু আগুন ঝরালেন না ইতিহাসের পাতাতেও নাম তুললেন বিরাট কোহলি।
advertisement
2/7
আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে সবথেকে কম ইনিংসে ১৩ রান করার মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি। ভাঙলেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। এর আগে সচিন ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। কোহলি তা করলেন মাত্র ২৬৭ ইনিংসে।
advertisement
3/7
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৮ হাজার থেকে রান থেকে ১৩ হাজার রান পর্যন্ত প্রতিটি রেকর্ডই বিরাট কোহলি সবথেকে কম ম্যাচ খেলে নিজের নামে করেছেন। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ৯৮ রানে পৌছতেই ১৩ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি।
advertisement
4/7
একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নিজের ওডিআই কেরিয়ারের ৪৭ তম শতরানটি করেন বিরাট কোহলি। ওডিআইতে শতরানের ক্ষেত্রে সচিন তেন্ডুলকরের থেকে মাত্র ২ ধাপ দূরে রয়েছেন কোহলি। আর শীর্ষে উঠতে দরকার ৩ শতরান।
advertisement
5/7
১৩ হাজার রান পূরণ করার পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে শুভেচ্ছা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলির ১৩ হাজার রানের একটি ছবি শেয়ার করে বিসিসিআই। শুভেচ্ছা জানানো হয় ৪৭ তম শতরানেরও।
advertisement
6/7
১৩ হাজার ওডিআই রান পূরণ করার পর আইসিসির তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয় বিরাট কোহলিকে। আইসিসি নিজের পোস্টে ৮ হাজার থেকে ১৩ হাজার ওডিআই রান প্রতিটি মাইলস্টোনই যে কোহলি সবথেকে কম ম্যাচে করেছে তাও তুলে ধরে।
advertisement
7/7
এদিন পাকিস্তানের বিরুদ্ধে ৯৪ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।