Rohit Sharma: ছুঁলেন সচিনকে, শাহিনকে উপহার দিলেন লজ্জার নজির, রোহিত গড়লেন ৫টি রেকর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan, Rohit Sharma: গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে যে রোহিত শর্মাকে নড়বড়ে মনে হয়েছিল, সুপার ফোর রাউন্ডে সেই রোহিত শর্মাকে পাওয়া গেল সম্পূর্ণ অন্য মেজাজে। আক্রমণাত্মক ব্যাটিং করে পাক বোলারদের তুলোধনা করলেন হিটম্যান।
advertisement
1/7

গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে যে রোহিত শর্মাকে নড়বড়ে মনে হয়েছিল, সুপার ফোর রাউন্ডে সেই রোহিত শর্মাকে পাওয়া গেল সম্পূর্ণ অন্য মেজাজে। আক্রমণাত্মক ব্যাটিং করে পাক বোলারদের তুলোধনা করলেন হিটম্যান।
advertisement
2/7
এদিন পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ব্যাটিং করেন ভারত অধিনায়ক। ৪৯ বলে ৫৬ করে আউট হন রোহিত শর্মা। মারেন ৬টি চার ও ৪টি ছয়। এই ইনিংসের সৌজন্যে একাধিক রেকর্ডও গড়েন রোহিত।
advertisement
3/7
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন রোহিত। এশিয়া কাপে পাকিস্কানের বিরুদ্ধে মোট ৬টি হাফ সেঞ্চুরি হল রোহিতের। রোহিতের ধারেকাছে নেই কোনও ক্রিকেটার।
advertisement
4/7
এছাড়া এশিয়া কাপে এই নিয়ে মোট ৯টি হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এর আগে এশিয়া কাপে ভারতীয় দের মধ্যে সবথেকে বেশি ৯টি হাফ সেঞ্চুরি ছিল সচিন তেন্ডুলকরের। ফলে এই নিরিখে সচিনকেও ছুয়ে ফেললেন রোহিত।
advertisement
5/7
এশিয়া কাপে সবথেকে বেশি অর্ধশতরানের রেকর্ড রয়েছে কুমার সঙ্গাকারার। দ্বিতীয় স্থানে ৯টি অর্ধশতরান করে দ্বিতীয় স্থানে ছিলেন সচিন তেন্ডুলকর ও সনৎ জয়সূর্য। এবার দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা।
advertisement
6/7
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে রোহিত প্রথম ওভারের শেষ বলে পাকিস্তানের শাহিন আফ্রিদিকে ছক্কা মারেন রোহিত শর্মা। এর আগে বিশ্বের আর কোনও ব্যাটার শাহিনকে প্রথম ওভারেই ছয় মারতে পারেননি।
advertisement
7/7
এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইতে ওপেনিং জুটিতে এদিনের ১২১ রান ভারতের নবম সর্বোচ্চ। রোহিত-শুভমান জুটি টপকে গেলেন রমন লাম্বা এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত জুটির ১২০ রানের রেকর্ডকে।