TRENDING:

India vs Pakistan Asia Cup 2023: শনিবার ভারত-পাকিস্তান মহাম্যাচ, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকতে পারে চমক

Last Updated:
India vs Pakistan Asia Cup 2023: শনিবার এশিয়া কাপে মহারণ। ২২ গজের যুদ্ধে আরও একবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান। মেগা ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা।
advertisement
1/6
শনিবার ভারত-পাকিস্তান মহাম্যাচ, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকতে পারে চমক
শনিবার এশিয়া কাপে মহারণ। ২২ গজের যুদ্ধে আরও একবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান। পাল্লেকেলে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও উন্মাদনায় কিন্তু কোনও ঘাটতি নেই ক্রিকেট প্রেমিদের মধ্যে। ইতিমধ্যেই হাউজফুল পাল্লেকেলে স্টেডিয়াম। টিকিটের জন্য চলছে হাহাকার।
advertisement
2/6
কিন্তু মহাম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা সেটাই কোটি টাকার প্রশ্ন ভারতীয় ক্রিকেট ফ্যানেদের মধ্যে।এখনও পর্যন্ত যা খবর যাতে ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিলের জায়গা পাকা। বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময়ও পাওয়া গিয়েছে সেই আভাস। ফলে ওপেনিং নিয়ে কোনও পরীক্ষার সম্ভাবনা নেই বলা যেতে পারে।
advertisement
3/6
এরপর যদি মিডল অর্ডারের কথায় আসি তাহলে তিন নম্বরে বিরাট কোহলির জায়গাও পাকা বলেই ধরা হচ্ছে। এই পজিশনে খেলতেই বেশি স্বাচ্ছ্যন্দ ভারতের প্রাক্তন অধিনায়ক। চারে ভাবা হচ্ছে শ্রেয়স আইয়ারকে। যদি মাঝে কোও বাঁ হাতি ব্যাটারকে আনার পরিকল্পনা হয় তাহলে শ্রেয়স আরও একধাপ পিছিয়ে যাবেন।
advertisement
4/6
এরপর কেএল রাহুল না থাকায় দলে উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলবেন ইশান কিশান। ইশান নামবেন পাঁচে। আর ছয়ে খেলবেন দলের সহ অধিনায়ক ও তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এরপর থেকেই তৈরি হচ্ছে সমস্যা।
advertisement
5/6
নীচের দিকে ভারতীয় দল দুই প্রধান পেসারের সঙ্গে হার্দিক পান্ডিয়াকে তৃতীয় পেসার হিসেবে রাখা হবে নাকি তিন প্রধান পেসার খেলবে তা নিয়ে প্রশ্ন থাকছে। তিন প্রধান পেসার খেললে জাদেজার সঙ্গে একজন স্পিনার খেলতে পারবে, আর দুই প্রধান পেসার খেললে জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেলও কুলদীপ যাদব দুজনেই খেলতে পারবেন।
advertisement
6/6
এখনও পর্যন্ত যা খবর পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে থাকতে চলেছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, কুলদীপ যাদব / মহম্মদ সিরাজ।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Pakistan Asia Cup 2023: শনিবার ভারত-পাকিস্তান মহাম্যাচ, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকতে পারে চমক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল