ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতীয় দলে ৩ প্লেয়ারের অভিষেক! সিনিয়রদের বাড়ল চিন্তা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওডিআই ফরম্যাটে। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে একসঙ্গে অভিষেক হতে পারে ৩ জন প্লেয়ারের।
advertisement
1/6

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের দল এখনও ঘোষণা হয়নি। বাকি সাতটি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বিসিসিআই আরও কিছুটা অপেক্ষা করে সিদ্ধান্ত নিতে চাইছে দল বাছাইয়ের ক্ষেত্রে।
advertisement
2/6
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যন্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ ও একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজের দল ঘোষণা হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলও এখনও ঘোষণা করেনি বিসিসিআই।
advertisement
3/6
চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওডিআই ফরম্যাটে। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে একসঙ্গে অভিষেক হতে পারে ৩ জন প্লেয়ারের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাদের পারফরম্যান্সের বিচারেই তারা সুযোগ পাবে আইসিসির মেগা ইভেন্টে।
advertisement
4/6
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে অভিষেক হতে পারে যশস্বী জয়সওয়ালের। টেস্ট ও টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন ২৩ বছরের তরুণ। কোচ গৌতম গম্ভীর তো যশস্বীকে অধিনায়ক করার পক্ষেও সওয়াল করেছেন। ফলে যশস্বীর ওডিআই ক্রিকেটে অভিষেক প্রায় পাকা বলা যেতেই পারে।
advertisement
5/6
এছাড়া ওডিআই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়া সফরে নীতিশ অনবদ্য ব্যাটিং করেছেন। বল হাতেও নিয়েছেন উইকেট। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ খেলেছেন। ফলে দলে অলরাউন্ড অপশন বাড়াতে নীতিশকে ওডিআই দলে রাখতেই পারে বোর্ড।
advertisement
6/6
আর তৃতীয় ব্যক্তি যিনি ইংল্যন্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন তিনি হলেন মিডিয়াম পেসার হর্ষিত রানা। অস্ট্রেলিয়া সফরে অভিষেক হয়েছে হর্ষিত রানার। সেভাবে দাহ কাটতে না পারলেও সাদা বলের ক্রিকেটে তাঁকে সুযোগ দিতে পারে বিসিসিআই।