India vs Bangladesh: টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে বড় বদল! কে খেলবেন? মুখ খুললেন রোহিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh: বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট। পাকিস্তানকে হারানোর পর ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশ। অপরদিকে, ঘরের মাঠে একাধিপত্ব ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
advertisement
1/5

বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট। পাকিস্তানকে হারানোর পর ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশ। অপরদিকে, ঘরের মাঠে একাধিপত্ব ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
advertisement
2/5
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তার একটা আভাস চিপকে টিম ইন্ডিয়ার অনুশীলনেই পাওয়া গিয়েছে। তবে একটা জায়গা নিয়ে জোর জল্পনা চলছে। তা হল, প্রথম একাদশে কেএল রাহুল খেলবেন না সরফরাজ খান।
advertisement
3/5
ম্যাচের ২ দিন আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে এনিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক বলেন,"এখানে বেশি কিছু ভাবার নেই। যদিও একাদশ বাছতে গেলে কে কত রান করেছে, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা, ম্যাচ উইনার কে হতে পারে, ইমপ্যাক্ট কে ফেলতে পারে সেগুলি নিয়ে ভাবতে হয়।"
advertisement
4/5
এছাড়াও রোহিত শর্মা বলেন,"লোকেশের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। ওর সেরাটা বের করে নিতে চাই। ওর থেকে কী প্রত্যাশা, সেই বার্তাটা পরিষ্কার করে দিয়েছি।" রোহিতের এই মন্তব্য থেকেই একপ্রকার পরিষ্কার কে থাকতে চলেছেন প্রথম একাদশে।
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন বাংলাদেশে বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলীদপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।