India vs Australia 2nd ODI: ভাঙবে উইনিং কম্বিনেশন? দলে একাধিক পরিবর্তন! দেখে নিন দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 2nd ODI: রবিবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ৩ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। ২৪ সেপ্টেম্বর ইনদওরের হোলকার স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
advertisement
1/7

রবিবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ৩ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। ২৪ সেপ্টেম্বর ইনদওরের হোলকার স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
advertisement
2/7
মোহালিতে প্রথম ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে সহজ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। বল হাতে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ শামি। একাঅ নিয়েছিলেন ৫ উইকেট। ব্যাটিংয়ে রান পেয়েছিলেন শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল, সূর্যকুমার যাদবরা।
advertisement
3/7
দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের একাদশ কী হবে তা নিয়ে একটা জল্পনা রয়েছে। কারণ বিশ্বকাপের আগে শেষ সিরিজ এটি ভারতের। ফলে একাধিক ক্রিকেটার রয়েছে যাদের ঘুরিয়ে ফিরেয়ে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
4/7
এছাড়া প্রথম ম্যাচে চোট সারিয়ে ফিরে রান পাননি শ্রেয়স আইয়ার। বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবদের। ফলে দ্বিতীয় ম্যাচে তাদের ফেরানো হবে কিনা সেটাও দেখার। স্পিন বোলিং অ্যাটাকে অশ্বিন-জাদেজা-কুলদীপ একসঙ্গে খেলিয়ে দেখা হবে কিমা সেই গুরুত্বপূর্ণ বিষয়।
advertisement
5/7
অপরদিকে, অস্ট্রলিয়াকেও প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। এই ম্যাচ প্যাট কামিন্সের দলের কাছে ডু অর ডাই। প্রথম ম্যাচ হারলেও একাধিক পজেটিভ দিক পেয়েছিলেন বলে জানিয়েছিলেন কামিন্স। দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ব্যাগি গ্রিনরা। তাদের একাদশে কোন চমক থাকে সেটাও দেখার।
advertisement
6/7
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়র / শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর / কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ / মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, জস ইংলিশ (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, ম্যাট শর্ট, প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাডাম জাম্পা।