TRENDING:

India's World Cup Heros: এঁরা প্রত্যেকেই ‘হিরো’, হরমনপ্রীত, দীপ্তি, জেমাইমাই নন সকলেই বিশ্বসেরা হওয়ার কারিগর, দেখে নিন সক্কলের পারফরম্যান্স

Last Updated:
India's World Cup Heros: সকলেই সেরা৷ প্রত্যেকেই ছাপ রেখেছেন দলের পারফরম্যান্সে
advertisement
1/14
এঁরা প্রত্যেকেই ‘হিরো’, হরমনপ্রীত, দীপ্তি, জেমাইমাই নন সকলেই বিশ্বসেরা হওয়ার কারিগর,দেখুন
চার দশকে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারতীয় মেয়েরা৷ ২০০৫, ২০১৭তে মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও কাপ ছুঁয়ে দেখা হয়নি৷ কিন্তু এবার আর কোনও ভুল করেনি হরমনপ্রীত এন্ড কোং৷ বিভিন্ন ম্যাচে বিভিন্ন পারফরম্যান্স দিয়ে এক একদিন এক-একজন দলকে জয় এনে দিয়েছেন৷ তবে এই বিশ্বকাপে ভারতীয় দল অলরাউন্ড পারফরম্যান্স দিয়েই সকলকে পিছনে ফেলে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম৷
advertisement
2/14
স্মৃতি মন্ধানার এবারের বিশ্বকাপে মোট রান ৪৩৪৷চোটের কারণে নকআউট পর্বে খেলা থেকে ছিটকে যান প্রতীকা রাওয়াল৷ সেমিফাইনালের আগে পর্যন্ত অর্থাৎ গ্রুপ পর্বে তিনি দলের সঙ্গে ছিলেন সে সময়ে তিনি ৩০৮ রান করেছিলেন এবং ২ উইকেট নিয়েছিলেন৷
advertisement
3/14
জেমাইমা রডরিগেজ এবারের সেমিফাইনালের তারকা পারফরমার  তিনি সেই ম্যাচে শতরান করেন৷ তাঁর মোট রান ২৯২৷
advertisement
4/14
অধিনায়ক হিসেবে একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করেছেন৷ হরমনপ্রীত কউর এবারের বিশ্বকাপে করেছেন, তাঁর মোট রান ২৬০৷
advertisement
5/14
উইকেট কিপার -ব্যাটার বাংলার রিচা ঘোষ এবারের বিশ্বকাপে উইকেটের সামনে-পিছনে দুই রোলেই সফল৷  ধামাকা ক্রিকেট খেলে সেমিফাইনাল ও ফাইনালে ছাপ রেখে রিচার সংগ্রহ ২৩৫ রান৷
advertisement
6/14
দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন৷ ব্যাট ও বল হাতে দুটোতেই দারুণ পারফম্যান্স৷ রান করেছেন ২১৫ উইকেট নিয়েছেন ২২ টি৷ যা বিশ্বকাপে কোনও একজন অলরাউন্ডারের সেরা পারফরম্যান্সলে৷
advertisement
7/14
হরলীন দেওলের মোট রান ১৬৯৷ তিনি মূলত ব্যাটার হিসেবেই খেলেন, তবে লেগস্পিন বলও করেন৷
advertisement
8/14
আমানজোত ব্যাট বল দুই দিয়েই পারফর্ম করেছেন৷ তাঁর রান ১৪৬ এবং উইকেট পেয়েছেন ৬ টি৷
advertisement
9/14
স্নেহ রানার বিশ্বকাপে সংগ্রহ ৯৯ রান, উইকেট নিয়েছেন ৭ টি৷
advertisement
10/14
শাফালি ভর্মা  এবারের বিশ্বকাপের ফাইনালের ম্যাজিশিয়ান৷  তাঁর রান ৯৭, নিয়েছেন ২ উইকেট৷
advertisement
11/14
শ্রীচারণী বল হাতে কামাল করেছেন, তরুণ এই বোলারের মোট উইকেট ১৪৷
advertisement
12/14
ক্রান্তি গৌড়ের শিকার ৯ জন ব্যাটার৷
advertisement
13/14
রাধা যাদব নিয়েছেন ৪ উইকেট
advertisement
14/14
রেণুকা সিং নিয়েছেন ৩ উইকেট
বাংলা খবর/ছবি/খেলা/
India's World Cup Heros: এঁরা প্রত্যেকেই ‘হিরো’, হরমনপ্রীত, দীপ্তি, জেমাইমাই নন সকলেই বিশ্বসেরা হওয়ার কারিগর, দেখে নিন সক্কলের পারফরম্যান্স
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল