মুম্বই হামলার পরও যা হয়নি, এবার সেটাই হবে ভারত-পাকিস্তান ক্রিকেটে! বড় সিদ্ধান্ত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
আরও একবার ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক ছিন্ন। পহেলগাঁও জঙ্গি হামলার পর বিসিসিআই আর পিসিবির সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চায় না বলে খবর।
advertisement
1/6

ভারত-পাকিস্তানের সীমান্তের উত্তেজনা বরাবর প্রভাব ফেলেছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে। এশিয়ার দুই প্রতিবেশী দেশের ক্রিকেট যুদ্ধ দেখতে মুখিয়ে থাকেন কয়েক কোটি মানুষ। তবে সেই ক্রিকেটে বারবার রাজনীতির রঙ লেগেছে। আরও একবার ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক ছিন্ন।
advertisement
2/6
ভারতীয় ক্রিকেট দল শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৫-০৬ মরশুমে। তবে এর পরও ২০০৮ সালের এশিয়া কাপ খেলার জন্য ভারতীয় দল গিয়েছিল ওদেশে। ২০০৮-এ মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলার পর আর পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারতীয় দল। নিরাপত্তার স্বার্থ ছিল, সঙ্গে বিসিসিআই এক্ষেত্রে ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
advertisement
3/6
আইসিসি ইভেন্টে কার্যত বাধ্য হয়েই পাকিস্তানের বিরুদ্ধে খেলে ভারত। তবে সেটাও নিরপেক্ষ ভেনুতে। পাকিস্তানের মাটিতে ভারতীয় দল খেলবে না, এই সিদ্ধান্তে বিসিসিআই ও ভারত সরকার অনড়। তবে এবার বিসিসিআই আরও বড় সিদ্ধান্ত নিতে পারে বলে খবর।
advertisement
4/6
এবার থেকে আইসিসি টুর্নামেন্টেও যাতে পাকিস্তানের মুখোমুখি হতে না হয়, সেই উদ্যোগ নেবে ভারত। জানা যাচ্ছে এমনই। পহেলগাঁও হামলার পরে বিসিসিআই পাকিস্তানের সঙ্গে সবরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষে।
advertisement
5/6
এবার থেকে আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে নাও দেখা যেতে পারে। আইসিসির কাছে সেরকমই দরবার করবে বিসিসিআই। ২০১২-১৩ মরশুমে শেষবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ খেলে। সেবার পাকিস্তান এসেছিল ভারতে। পাকিস্তান তার পরও বহুবার সিরিজ আয়োজনের চেষ্টা করেছে। তবে ভারতকে রাজি করাতে পারেনি।
advertisement
6/6
মুম্বই হামলার পরই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক চিরতরে ছিন্ন হতে পারত। তবে সেবার ভারত উদার হয়েছিল। এবার আর নয়। পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে চায় ভারত। হয়তো আর কখনও ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পারবেন না ক্রিকেটভক্তরা। পরিস্থিতি কিন্তু সেদিকেই এগোচ্ছে।