TRENDING:

Mohammed Siraj: এক ম্যাচে ১৫ রেকর্ড, ভাবা যায়! মহম্মদ সিরাজের একারই অধিকাংশ

Last Updated:
Mohammed Siraj: এশিয়া কাপের ফাইনালে স্বপ্নের স্পেল করলেন মহম্মদ সিরাজ। সিরাজের আগুনে বোলিংয়ে সামনে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। ১০ উইকেটে ম্যাচ জিতে এশিয়া সের ভারত। ৭ ওভারে ২১ রান, ১টি মেডেন, ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। একইসঙ্গে এশিয়া কাপ ফাইনালে হল ১৫টি রেকর্ড।
advertisement
1/15
Mohammed Siraj: এক ম্যাচে ১৫ রেকর্ড, ভাবা যায়! মহম্মদ সিরাজের একারই অধিকাংশ
ওডিআই ক্রিকেটের ইতিহাসে যুগ্মভাবে সবথেকে দ্রুত ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে ১৬ বলে ৫ উইকেট নেন সিরাজ। এর আগে প্রাক্তন শ্রীলঙ্কার পেসার চামিন্ডা ভাস ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন।
advertisement
2/15
একদিমের ক্রিকেটে হ্যাটট্রিকের রেকর্ড থাকলেও এর আগে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওডিআইতে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজির ছিল না। যা এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করে ফেললেন সিরাজ।
advertisement
3/15
ওডিআই ক্রিকেটে প্রথম বোলিং করে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের ক্রিকেট ইতহাসে সবথেকে ভাল শুরু করে ভারত। মহম্মদ সিরাজের দাপটে এক সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ১২ রানে ৬ উইকেটয় যা এর আগে কখনও হয়নি।
advertisement
4/15
ওডিআই ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে কোনও দল প্রথমে ব্যাট করে এত বাজে শুরু করেনি। মাত্র ১২ রানে ৬ উইকেট ওডিআই ক্রিকেটে কোনও পূর্ণ সদস্যের দেশগুলি প্রথমে ব্যাট করে হারায়নি।
advertisement
5/15
শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ওডিআই ক্রিকেটে নিজের ৫০ উইকেটও পূরণ করেছেন মহম্মদ সিরাজ। একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০২ তম বলে ৫০তম শিকার করেন সিরাজ।
advertisement
6/15
ওডিআই ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনও কোনও দল পাওয়ার প্লে-র প্রথম ১০ ওভারের মধ্যেই ৬ উইকেট হারায়নি। রবিবার কলম্বোতে সেই লজ্জার রেকর্ডও নিজেদের নামে করেছে দাসুন শানাকার দল।
advertisement
7/15
এশিয়া কাপের ইতিহাসে মহম্মজ সিরাজ দ্বিতীয় বোলার হিসেবে কোনও ম্যাচে একাই ৬ উইকেট শিকার করলেন। এর আগে শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার অজন্তা মেন্ডিজ এই নজির গড়েছিলেন।
advertisement
8/15
মহম্মদ সিরাজ সহ ভারতীয় পেস অ্যাটাকের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এটি যে কোনও একদিনের প্রতিযোগিতার ফাইনালে সবথেকে কম টোটাল।
advertisement
9/15
এবারই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রপ পর্বের ম্যাচে ভারতের ১০টি উইকেট নিয়েছিল পাক পেসাররা। যা ছিল এশিয়া কাপের ইতিহাসে প্রথম। দ্বিতীয় হিসেবে আর ফাইনালে শ্রীলঙ্কারও ১০টি উইকেট নিল ভারতীয় পেসাররা।
advertisement
10/15
এদিন এশিয়া কাপে ফাইনালে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছে ১৫.২ ওভারে। যা আইসিসি পুর্ণ সদস্যের দেশগুলির ক্ষেত্রে বিচার করলে সব থেকে কম ওভারে শেষ হওয়া ইনিংসের মধ্যে দ্বিতিয় স্থানে থাকবে। এর আগে জিম্বাবোয়ে ১৩.৫ ওভারে অলআউট হয়েছে।
advertisement
11/15
শ্রীলঙ্কার ৫১ রানের টার্গেট ৬.১ ওভার অর্থাৎ ৩৭ বলেই করে ফেলে টিম ইন্ডিয়া। অর্থাৎ ২৬৩ বল বাকি থাকতে জয় পায় ভারত। যা ভারতের ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে জয়। এর আগে কেনিয়াকে ২৩১ বল বাকি থাকতে হারিয়ে ছিল ভারত।
advertisement
12/15
একদিনের ক্রিকেটে কোনও প্রতিযোগিতায় যেখানে দুই-এর বেশি দেশ খেলেছে সেখানে আজ পর্যন্ত কোনও দল এত বড় ব্যবধানে (২৬৩ বল) জেতেনি। ভারতীয় দল সেই হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাল।
advertisement
13/15
ওডিআই ক্রিকেট দুই দল মিলিয়ে ১০০ ওভার অর্থাৎ ৬০০ বলের খেলা। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হচে মোট লেগেছে ১২৯ বল। সব থেকে কম বল খেলা এক দিনের ম্যাচের তালিকায় এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল থাকবে তৃতীয় স্থানে।
advertisement
14/15
ওডিআই ক্রিকেট দুই দল মিলিয়ে ১০০ ওভার অর্থাৎ ৬০০ বলের খেলা। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হচে মোট লেগেছে ১২৯ বল। সব থেকে কম বল খেলা এক দিনের ম্যাচের তালিকায় এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল থাকবে তৃতীয় স্থানে।
advertisement
15/15
ভারতই একমাত্র দেশ যারা এক দিনের ক্রিকেটে দু’টি ফাইনাল ১০ উইকেটে জিতেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জেতার আগে ১৯৯৮ সালে শারজায় জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ় জিতেছিল ভারত।
বাংলা খবর/ছবি/খেলা/
Mohammed Siraj: এক ম্যাচে ১৫ রেকর্ড, ভাবা যায়! মহম্মদ সিরাজের একারই অধিকাংশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল