ইডেনে প্রথম টেস্ট হারের জের! ভারতীয় দলকে 'শাস্তি' দিলেন কোচ গম্ভীর! নিলেন কঠিন সিদ্ধান্ত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs South Africa: দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে যে খুব একটা খুশি নন ভারতীয় কোচ, তা বোঝা গেল গম্ভীরের একটি সিদ্ধান্তে। দলের ক্রিকেটারদের গৌতম গম্ভীর একপ্রকার শাস্তি দিলেন।
advertisement
1/5

প্রথম ইনিংসে লিড নিয়েও ইডেন গার্ডেন্সে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। শেষ ইনিংসে মাত্র ১২৪ রান তাড়া করতে না পারায় সমালোচনার সম্মুখীন টিম ইন্ডিয়া। একইসঙ্গে দাবি মতো ঘূর্ণি পিচ পেয়েও ম্যাচ জিততে না পারায় কাঠগড়ায় কোচ গম্ভীর।
advertisement
2/5
এই পরিস্থিতিতে দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে যে খুব একটা খুশি নন ভারতীয় কোচ, তা বোঝা গেল গম্ভীরের একটি সিদ্ধান্তে। দলের ক্রিকেটারদের গৌতম গম্ভীর একপ্রকার শাস্তি দিলেন বললেও খুব একটা ভুল হবে না।
advertisement
3/5
সাধারণত কোনও টেস্ট ম্যাচ ৫ দিনের পরিবর্তে ৩ দিনে শেষ হলে বাকি ২ দিন বিশ্রামে থাকে প্লেয়াররা। এমনকী পরের ম্যাচের ভেন্যুতেও চলে যায় দল। কিন্তু ইডেন টেস্ট হারের পর অন্য পথে হাঁটালেন গম্ভীর।
advertisement
4/5
ভারতীয় দল সিদ্ধান্ত নিয়েছে , সোমবার ও মঙ্গলবার কলকাতাতেই থাকবে তারা। সোমবার দলকে বিশ্রাম দিলেও মঙ্গলবার পুরোদমে অনুশীলন করতে হবে বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। পরের ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ কোচ।
advertisement
5/5
মঙ্গলবার ইডেনে অনুশীলন করে তারপর গুয়াহাটি পারি দেবে ভারতীয় দল। ফলে মঙ্গলবার পর্যন্ত শহরেই থাকছে টিম ইন্ডিয়া। ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট।