IND vs SA 5th T-20: এই মাঠে নামলেই সময় খারাপ যায় টিম ইন্ডিয়ার, রোববার সেখানেই 'ফাইনাল'
- Published by:Suman Majumder
Last Updated:
India vs South Africa 5th T20i: সিরিজ এখন ২-২। কিন্তু এই মাঠে ভারত কি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারবে?
advertisement
1/6

টি-টোয়েন্টি সিরিজে দারুণ কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছিল ভারতীয় দল। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতায় ফিরেছে ভারত। রোববার বেঙ্গালুরুর কেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখানে টিম ইন্ডিয়ার রেকর্ড একেবারেই ভাল নয়।
advertisement
2/6
টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই মাঠে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জিতেছে ২ টি, হেরেছে ৩ টি। ভারতীয় দল এই মাঠে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেবার টিম ইন্ডিয়া ৯ উইকেটে পরাজিত হয়। ভারতীয় দল প্রথমে ব্যাট করে মাত্র ১৩৪ রান করেছিল। কুইন্টন ডি কক অপরাজিত ৭৯ রান করে দক্ষিণ আফ্রিকাকে জেতান।
advertisement
3/6
চলতি টি-২০ সিরিজে ইশান কিষাণ ও দীনেশ কার্তিক ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পারেননি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত মাত্র ১১ জন খেলোয়াড়কে সুযোগ দিয়েছে। সিরিজ জয়ের জন্য শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে এই ম্যাচেও পুরনো প্লেয়িং-১১ নিয়ে খেলতে পারে ভারত।
advertisement
4/6
২টি হাফ সেঞ্চুরির সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ১৯১ রান করেছেন ইশান কিষান। তাঁর গড় ৪৮ এবং স্ট্রাইক রেট ১৪৭। হার্দিক পান্ডিয়াও ৫৯ গড়ে ১১৭ রান করেছেন। খেলেছেন ৪৬ রানের বড় ইনিংস। স্ট্রাইক রেট ১৫৪। অন্য কোনো ব্যাটসম্যান ১০০ রানও করতে পারেননি।
advertisement
5/6
দীনেশ কার্তিক ৪৬ গড়ে ৯২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৯। কিন্তু অধিনায়ক ঋষভ পন্থ ১৪ গড়ে মাত্র ৫৭ রান করতে পেরেছেন। সর্বোচ্চ স্কোর ২৯ রান। স্ট্রাইক রেট মাত্র ১০৬ । শ্রেয়াস আইয়ার করতে পেরেছেন মাত্র ৯৪ রান।
advertisement
6/6
বোলিংয়ের কথা বললে, ভুবনেশ্বর কুমার দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত ১৪ গড়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। একই সঙ্গে হারশাল প্যাটেল নিয়েছেন ৭টি এবং আভেশ খান নিয়েছেন ৪টি উইকেট। তিন বোলারই এক ম্যাচে ৪টি করে উইকেট নিয়েছেন। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল নিয়েছেন ৬ উইকেট।