Ind vs Aus T20: ম্যাক্সওয়েলের মেগা শতরান, জলে গেল রুতুরাজের লড়াই, সিরিজ ২-১
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Aus T20: দেরিতে ওভার করায় শেষ ফ্লিডিংয়ে শাস্তি টিম ইন্ডিয়ার...
advertisement
1/7

Ind vs Aus 3rd T20 - গুয়াহাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হল জমজমাট৷ ২-০ সিরিজে এগিয়ে খেলতে নেমেছিল ভারত৷ এদিন ম্যাচ যেমন গড়িয়েছে দুই দলের ক্রিকেটাররাই ব্যাট হাতে নিজেদের দাপট দেখিয়েছে৷ ভারতের ইনিংসে রতুরাজ একাই লাইম লাইট ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতে হেড ও পরে ম্যাক্সওয়েলদারুণ পারফর্ম করেন৷ এদিনের ম্যাচটি তিনি ও অধিনায়ক ওয়েড বার করে নিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজে বাঁচিয়ে রাখলেন৷ Photo- AP
advertisement
2/7
এদিন মাত্র ৪৭ বলে ১০০ করেন ম্যাক্সওয়েল, আর তিনি টি টোয়েন্টিতে অজিদের মধ্যে দ্রুততম শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ৮ টি ছয় দিয়ে৷ Photo- AP
advertisement
3/7
এদিন ম্যাথু ওয়েড ও ম্যাক্সওয়েল জুটি বেঁধে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন৷ জলে গেল রতুরাজের দুরন্ত শতরান৷ অস্ট্রেলিয়া জিতে গেল ৫ উইকেটে৷ ফলে সিরিজ এই মুহূর্তে ২-১ হল৷ ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা শেষ ওভারে ২১ রান দেন৷ Photo- AP
advertisement
4/7
প্রথম দুটি টি টোয়েন্টিতে ভারতীয় দল দারুণ জয় পেয়েছে৷ আর গুয়াহাটিতে ৫৭ বলে ১২৩ রান করেন রতুরাজ গায়কোয়াড়, যার ফলে ২২২ রানের বিশাল টোটাল পোস্ট করল টিম ইন্ডিয়া৷ তবে প্রথম দুটি ম্যাচে ভারতীয় ব্যাটাররা যেভাবে ধামাল মাচিয়েছিল এদিন শুরুটা সেরকম হয়নি৷ তবে শেষবেলায় রতুরাজের গায়কোয়াড় এবং তিলক ভর্মা চতুর্থ উইকেট জুটিতে শতরানের পার্টনারশিপে খেলার গতিই বদলে দেন৷ এদিন গুয়াহাটিতে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া৷ Photo- AP
advertisement
5/7
অজি দলের একাধিক ক্রিকেটার দেশে ফিরে যাওয়ায় এদিন অজি দলে একাধিক পরিবর্তন ছিল৷ অ্যারন হার্ডি টি টোয়েন্টি ফর্ম্যাটে নিজের প্রথম উইকেট নেন৷ তিনি অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করে দেন৷ রতুরাজ গায়কোয়াড় এদিন অর্ধ শতরান করেন৷ Photo- AP
advertisement
6/7
সূর্যকুমার এদিন ২৯ বলে ৩৯ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তবে এদিন ফ্লপ যশস্বী জয়সওয়াল ও ইশান কিষাণ৷ ওপেনার যশস্বী ৬ ও ইশান কিষাণ ০ রানে আউট হন৷ তবে গুয়াহাটির দিনটা ছিল রতুরাজের৷ তিনি এদিন যে ইনিংস খেলেন তা যেন স্বপ্নের ইনিংস৷ এদিন মাত্র ৫৭ বলে ১২৩ রান করেন৷ এদিন তাঁদের ইনিংস সাজানো ১৩ টি চার ও ৭ টি ছয় দিয়ে৷ Photo -AP
advertisement
7/7
এছাড়াও তিলক ভর্মা অপরাজিত থাকেন ২৪ বলে ৩১ রান করে৷ এদিন টি টোয়েন্টিতে নিজের প্রথম শতরান করে ফেললেন রতুরাজ গায়কোয়াড়৷ ফলে অস্ট্রেলিয়াকে সিরিজে ফিরতে হলে এদিনের ম্যাচ জিততে হবে৷ তাদের জয়ের প্রয়োজনীয় রান ২২৩৷ Photo- AP