IND vs AUS 2nd Test: ভারতের ব্যাটিং অর্ডারে বিশাল বদল! রোহিতের জায়গা কাঁচি? দিন-রাতের টেস্টে মহাচমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 2nd Test: প্রথম টেস্ট জয়ের পর একদিকে যেমন ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া, অপরদিকে রয়েছে বড় চিন্তাও। কারণ দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের ব্যাটিং লাইনে ও অর্ডারে বড়সড় পরিবর্তন হতে পারে।
advertisement
1/6

পারথে দুরন্ত জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের আগে বেশ কিছুদিনের বিরতি। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৬ ডিসেম্বর থেরে অ্যাডিলেডে শুরু হবে গোলাপী বলের দিন-রাতের টেস্ট।
advertisement
2/6
প্রথম টেস্ট জয়ের পর একদিকে যেমন ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া, অপরদিকে রয়েছে বড় চিন্তাও। কারণ দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের ব্যাটিং লাইনে ও অর্ডারে বড়সড় পরিবর্তন হতে পারে। বড় চমক দিতে পারেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মা।
advertisement
3/6
প্রথম টেস্টে দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। ছুটিতে ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরেছেন তিনি। অ্যাডিলেডে তাঁকেই নেতৃত্ব দিতে দেখা যাবে। কিন্তু কোথায় ব্যাটিং করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
advertisement
4/6
প্রথম টেস্টে রোহিত শর্মার পাশাপাশি শুভমান গিলও চোটের কারণে খেলেননি। রোহিত-গিলের জায়গায় খেলেছিলেন দেবদূত পাড়িক্কল ও ধ্রুব জুরেল। তবে দ্বিতীয় টেস্টের গিলের খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। তার চোটের পরিস্থিতি ভাল। ইনডোর অনুশীলনে ব্যাটিংয়ের সময় কোনও ব্যথা অনুভব করেননি।
advertisement
5/6
কিন্তু ব্যাটিং অর্ডার নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারণ প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল জুটি সফল। সেই জুটি ভাঙা ঠিক হবে কিনা তা নিয়ে ধন্দে ভারতীয় দল। ওপেনিংয়ে যশস্বী-রাহুল থাকলে রোহিত শর্মাকে নিজের জায়গা ছাড়তে হবে ও অন্য কোনও পজিশনে নামতে হবে।
advertisement
6/6
এছাড়া গিল ফিরলে তিনি প্রথম ডাউনে নেমে থাকেন টেস্ট ক্রিকেটে। তারপর নামেন বিরাট কোহলি। তাহলে রোহিত শর্মাকে চলে যেতে হবে আরও পড়ে। আর রোহিত-যশস্বী ওপেনিং করলে রাহুলকে গিয়ে নামতে চার বা পাঁচে।