India vs South Africa: না খেলেই টি-২০ বিশ্বকাপ জিতবে ভারত! বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs South Africa T20 World Cup 2024 Final: প্রায় এক মাসের লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। মেগা ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন।
advertisement
1/7

প্রায় এক মাসের লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। দুটি সেমিফাইনালেই লড়াই কার্যত একতরফা হয়। প্রোটিয়ারা হারায় দক্ষিণ আফ্রিকাকে। ভারত পরাস্ত করে ইংল্যান্ড।
advertisement
2/7
২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামের দল। বার্বাডোজের ব্রিজটাউনে হবে মেগা ফাইনাল। ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার বিশ্বসেরা হওয়ার যুদ্ধ।
advertisement
3/7
তবে ফাইনালের আগে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিরা তা হল শেষ লড়াইতেও কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি। যদিও ফাইনালে রয়েছে রিজার্ভ ডে। ফলে শনিবার ম্যাচ না হলে রবিবার তা শেষ করার অপশন থাকছে।
advertisement
4/7
কিন্তু এবার টি-২০ বিশ্বকাপে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ফলে শনিবার ও রবিবার বার্বাডোজের আবহাওয়া কেমন থাকবে? যদি দুদিনই বৃষ্টি হয় তাহলে ফাউনালের ফলাফল কি হবে? কোন দল বিজয়ী হবে? এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে।
advertisement
5/7
কিন্তু আবহাওয়ার রিপোর্ট কিন্তু অশনি সংকেত জানান দিচ্ছে। Accuweather.com-এর রিপোর্ট অনুযায়ী ম্যাচে দুদিনই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার ৯৯ শতাং শ আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ।
advertisement
6/7
এমনকী রিজার্ভ ডে বেশ ভালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে ঝোড়ো বাতাস বইতে পারে। একইসঙ্গে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি সহ কয়েক পশলা বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়া ফাইনালের জন্য দুদিনই ১৯০ মিনিট করে অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে।
advertisement
7/7
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ফাইনালের দুদিনই যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় তাহলে কোন দল চ্যাম্পিয়ন হবে? ফাইনাল ভেস্তে গেলে প্রতিযোগিতার আগের কোনও পরিসংখ্যান দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না। বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।