TRENDING:

ICC Women's World Cup 2022: ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দিল পাকিস্তান, সেমির রাস্তা করল সহজ

Last Updated:
টিম ইন্ডিয়া (Team India) ৫ ম্যাচে ৪ পয়েন্ট হয়েছে৷ তাদের স্থান ৪ নম্বরে৷ ২২ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলবে৷ তার রানরেট খুব ভাল৷ ইংল্যান্ড ৫ ম্যাচে ৪, নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে৷
advertisement
1/6
মহিলা বিশ্বকাপ:ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দিল পাকিস্তান,সেমির রাস্তা করল সহজ
#অকল্যান্ড: মহিলা বিশ্বকাপ (Women's World Cup) এবার নিউজিল্যান্ডে খেলা হচ্ছে৷ টুর্নামেন্টে মোট ৮ টি দল খেলছে৷ প্রতি দলই লিগ রাউন্ডে একে অপরের বিরুদ্ধে খেলবে৷ ফলে সব দলকেই ৭ টি করে ম্যাচ খেলতে হবে৷ এরপর সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে৷ এখনও অবধি শুধু অস্ট্রেলিয়ার শেষ চারে জায়গা পাকা হয়েছে৷ (AP)
advertisement
2/6
টুর্নামেন্টে সোমবার পাকিস্তান ওয়েস্টইন্ডিজকে (Pakistan vs west indies) ৮ উইকেটে কড়া হারের মজা চাখিয়েছে৷ ওয়েস্টইন্ডিজের এই হারের ফলে মিতালি রাজের ভারতীয় মহিলা দলের সুবিধা হয়েছে৷ যদি ওয়েস্টইন্ডিজ দল জিতে গেলে তারা সেমিফাইনালে চলে যাওয়ার দিকে এগিয়ে যেত ৷ (AFP)
advertisement
3/6
পাকিস্তান দলকে ওয়ার্ল্ড কাপে ১৩ বছর বাদে জয় মিলল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে৷ ২০০৯ সালে ওয়েস্টইন্ডিজকে মাত দিয়েছে তারা৷ ওয়েস্টইন্ডিজ প্রথমে ব্যাট করে মাত্র ৮৯ রান করে৷ অফ স্পিনার নিদা ডার ১০ রান দিয়ে ৪ উইকেট নেন৷ এর জবাবে পাকিস্তান লক্ষ্য ৭ বল বাকি থাকতে ২ উইকেটে জয় হাসিল করে নেয়৷ (AFP)
advertisement
4/6
পয়েন্ট টেবল অনুযায়ি অস্ট্রেলিয়া এখনও অবধি ৫ টি ম্যাচই জিতেছে৷ দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে, ওয়েস্টইন্ডিজ ৬ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে৷ আফ্রিকা দুই ও ওয়েস্টইন্ডিজ ৩ নম্বরে রয়েছে৷ (AFP)
advertisement
5/6
টিম ইন্ডিয়া (Team India) ৫ ম্যাচে ৪ পয়েন্ট হয়েছে৷ তাদের স্থান ৪ নম্বরে৷ ২২ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলবে৷ তার রানরেট খুব ভাল৷ ইংল্যান্ড ৫ ম্যাচে ৪, নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে৷ (AP)
advertisement
6/6
পাকিস্তান দল ৫ ম্যাচের মাত্র একটিতে জিতেছে৷ তারা পয়েন্ট টেবলের একদম নিচে রয়েছে৷ ভারতীয় দলের শেষ ম্যাচ ২৭ মার্চ দক্ষিণ আফ্রিকার লড়াই রয়েছে৷ (AP)
বাংলা খবর/ছবি/খেলা/
ICC Women's World Cup 2022: ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দিল পাকিস্তান, সেমির রাস্তা করল সহজ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল