ICC Champions Trophy: রবিবারই শেষ! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই অবসর নিতে পারেন ভারতের তিন মহাতারকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: ২০২৪ এর টি২০ বিশ্বকাপের পরে আবার এক আইসিসির ট্রফি জেতার বড় সুযোগ ভারতের সামনে। তবে এই মধ্যেই ভারতীয় দলের তিন মহাতারকার অবসর জল্পনা শুরু হয়েছে।
advertisement
1/5

রবিবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। ২০২৪ এর টি২০ বিশ্বকাপের পরে আবার এক আইসিসির ট্রফি জেতার বড় সুযোগ ভারতের সামনে।
advertisement
2/5
তবে এই মধ্যেই ভারতীয় দলের তিন মহাতারকার অবসর জল্পনা শুরু হয়েছে। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পরে টি২০ ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা।
advertisement
3/5
এই তিন তারকা এখন কেবল একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট খেলেন। যদিও টেস্টে বিরাট-রোহিতের ফর্ম নিয়ে কম সমালোচনা হয়নি।
advertisement
4/5
একদিনের ক্রিকেটে রবিবার ভারত জিতুক বা হারুক একদিনের ক্রিকেট ছাড়তে পারেন তিন সিনিয়র ক্রিকেটার। এখন আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ম্যাচ টেস্ট এবং টি২০-র তুলনায় কম খেলা হয়।
advertisement
5/5
একদিনের ক্রিকেট বিশ্বকাপ আবার সেই ২০২৭ সালে। তখন রোহিতের বয়স হবে ৩৯ বছর। বিরাট এবং জাডেজার বয়স হবে ৩৮ বছর। তাই তাঁরা সেই বিশ্বকাপ না-ও খেলতে পারেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অবসর নিতে পারেন তাঁরা।