ICC Champions Trophy 2025: আর নয়! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন রোহিত শর্মা! জানিয়ে দিলেন বিসিসিআইকে!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: বর্ডার গাভাসকর ট্রফি হারের পর রোহিত-বিরাটদের পারফরম্যান্স নিয়ে রিভিউয়ে মিটিংয়ে বসেছিল বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন রোহিত শর্মাও। সেখানেই নিজের অধিনায়কত্ব করা নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানান রোহিত শর্মা।
advertisement
1/6

এক বছরেরও কম সময়ে বদলে গেল সবকিছু। গতবছরই টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। আইসিসি ট্রফির খরা কাটানোয় রোহিতকে মাথায় তুলে নেচেছিল সকলে।
advertisement
2/6
কিন্তু তারপর থেকেই অফ ফর্ম শুরু হয় রোহিত শর্মার। একের পর এক সিরিজে ব্যাট হাতে রানের খরা। তারউপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের লজ্জা। তারপরই অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর সিরিজে হার।
advertisement
3/6
অস্ট্রেলিয়া সফরে ৫ ইনিংয়ে ৩১ রান করেন রোহিত শর্মা। তার সঙ্গে দলের হারের পরই রোহিতের অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সিডনি টেস্টের পর নিজের অবসরের জল্পনা শেষ করেন রোহিত শর্মা। খেলা চালিয়ে যাওয়ার কথা বলেন।
advertisement
4/6
বর্ডার গাভাসকর ট্রফি হারের পর রোহিত-বিরাটদের পারফরম্যান্স নিয়ে রিভিউয়ে মিটিংয়ে বসেছিল বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন রোহিত শর্মাও। সেখানেই নিজের অধিনায়কত্ব করা নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানান রোহিত শর্মা।
advertisement
5/6
সর্বভারতীয় সংবাদপত্রের মতে, সেই বৈঠকে রোহিত খোলাখুলি আলোচনা করেছেন এবং অধিনায়কত্ব নিয়ে স্পষ্ট মত জানিয়েছেন। রোহিত জানিয়েছেন, তিনি আরও কিছু মাস দেশকে নেতৃত্ব দিতে চান। তার মধ্যে বিসিসিআই যেন তাদের পছন্দসই অধিনায়ক খুঁজে নেয়।
advertisement
6/6
প্রসঙ্গত, রোহিত নেতৃত্ব ছাড়লে টেস্ট ক্রিকেটে বুমরাহ সেই জায়গায় সমস্যা নেই। টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। ফলে একদিনের ক্রিকেটে কে হবেন অধিনায়ক তা নিয়ে বিস্তর জল্পনা। সূর্যকুমারও ওডিআইতে নিয়মিত নয়। রোহিতের বক্তব্য় থেকে পরিষ্কার চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কোনও বড় সিদ্ধান্ত নেবেন রোহিত।