Mohammed Shami: বাংলাদেশের বিরুদ্ধে মোট ৫টি বিশ্বরেকর্ড গড়লেন শামি, এবার টার্গেট পাকিস্তান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohammed Shami: আইসিসি ইভেন্টে মাঠে নামতেই জ্বলে উঠলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। ওডিআই বিশ্বকাপে যে ফর্মে পাওয়া গিয়েছিল শামিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ছন্দেই পাওয়া গেল শামিকে।
advertisement
1/6

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে মহম্মদ শামি বুঝিয়ে দলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। একইসঙ্গে এই পারফরম্যান্সের সৌজন্যে ৫টি বিশাল রেকর্ডও নিজের নামে করেছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।
advertisement
2/6
মহম্মদ শামি প্রথম ভারতীয় পেসার যিনি একদিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির ৫০ ওভারের দুটো প্রতিযোগিতাতেই পাঁচ উইকেট নেওয়ার অনন্য নজির গড়লেন।
advertisement
3/6
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটিই কোনও ভারতীয় পেসারের করা সেরা পারফরম্যান্স। এর আগে জাহির খান ২০০২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। এবার শামি নিলেন ৫৩ রানে ৫ উইকেট।
advertisement
4/6
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সবথেকে কম বল করে ২০০ উইকেট নেওয়ার নিরিখে প্রথম স্থানে উঠে এলেন শামি। ওডিআই ক্রিকেটে এই রেকর্ড আগে ছিল মিচেল স্টার্কের। ৫২৪০ বলে ২০০ উইকেট নিয়েছিলেন অজি স্পিড স্টার। এবার মহম্মদ শামি ২০০ উইকেট নিলেন ৫১২৬ বলে।
advertisement
5/6
এছাড়া ভারতীয় বোলারদের মধ্যেও একদিনের ক্রিকেটে সবথেকে দ্রুত ২০০ উইকেটের শিকারী হলেন মহম্মদ শামি। এর আগে অজিত আগরকর ১৩৩ ওডিআই ইনিংসে বল করে ২০০ উইকেট নিয়েছিলেন, শামি মাত্র ১০৩ ইনিংসে এই রেকর্ড গড়লেন।
advertisement
6/6
এছাড়া সীমিত ওভারের আইসিসি ইভেন্টে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। এই রেকর্ড এতদিন ছিল জাহির খানের। প্রাক্তন বাঁ হাতি পেসারের উইকেট ছিল ৭১টি। শামির উইকেট সংখ্যা দাঁড়াল ৭৩টি।