ICC Champions Trophy 2025: ভারতীয় দলে এবার যেমন কর্ম তেমন ফল! কঠিন সিদ্ধান্ত নিতে পারে বোর্ড!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: এবার দলের ক্রিকেটারদের দায়িত্ববোধ বাড়াতে কঠিন সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। কখনও যা হয়নি সেই নিয়ম তালু করতে পারে বিসিসিআই।
advertisement
1/5

১২ বছর পর দেশের মাটি টেস্ট সিরিজ হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয় ভারতীয় দল। তারপর অস্ট্রেলিয়া সফরে ৩-১ ব্যবধানে সিরিজ হার। ১০ বছর পর বর্ডার গাভাসকর ট্রফি হাতছাড়া।
advertisement
2/5
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কম 'পোস্টমর্টেম' হচ্ছে না। দলের পারফরম্যান্স নিয়ে রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠক করেন বোর্ডের কর্তারা।
advertisement
3/5
এবার দলের ক্রিকেটারদের দায়িত্ববোধ বাড়াতে কঠিন সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। কখনও যা হয়নি সেই নিয়ম তালু করতে পারে বিসিসিআই। বেসরকারি কোম্পানির নিয়ম দেখা যেতে পারে এবার টিম ইন্ডিয়ায়।
advertisement
4/5
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ভবিষ্যতে যে প্লেয়ার ম্যাচে যেমন পারফরম্যান্স করবে তাঁকে তেমন টাকাই দেওয়া হতে পারে। এখনই এই নিয়ম চালু করা হবে কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
advertisement
5/5
তবে বোর্ড কর্তাদের আলোচনায় এই বিষয়টি উঠেছে। এমন নিয়ম হলে তরুণ ক্রিকেটাররা যেমন উতসাহ পাবে, ঠিক তেমনই সিনিয়ররাও বাড়তি দায়িত্ব নিয়ে খেলবে। পারফরম্যান্সের খিদে সকলের মধ্যে বাড়বে বলে মনে করা হচ্ছে।