অনুষ্কা মা হিসেবে কেমন? মনের কথা এবার জানিয়ে ফেললেন বিরাট কোহলি
- Published by:Suman Majumder
Last Updated:
Virat kohli and Anushka Sharma: ভামিকার মা হিসেবে অনুষ্কা শর্মা কেমন? শুনুন বিরাট কোহলি কী বললেন!
advertisement
1/5

তাঁর জীবন বদলেছে অনুষ্কা শর্মার সঙ্গে সম্পর্কের পর। এমন কথা বিরাট কোহলি বহুবার বলেছেন। তবে এখন আর অনুষ্কা স্রেফ তাঁর স্ত্রী নন। তিনি এখন কোহলির সন্তানের মা।
advertisement
2/5
বিরাট বলেছেন, গত ২ বছরে জীবন অনেকটাই বদলে গিয়েছে। এখন আমরা এক মেয়ের বাবা-মা। অনুষ্কাকে দেখে বুঝি, ও মা হিসেবে কতটা ত্যাগ করছে। ওর যা সামলাচ্ছে সেই তুুলনায় আমার সমস্যা কোনও সমস্যাই নয়।
advertisement
3/5
বিরাট আরও বলেছেন, অনুষ্কার কাছে আমার তেমন কোনও প্রত্যাশা নেই। কারণ ও অনেক আগে থেকেই সবাইকে ভালবেসে আপন করে নিয়েছে। আমার পরিবারের সবাই ওর আপন।
advertisement
4/5
সাধারণত ব্যক্তগিত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না বিরাট ও অনুষ্কা। মেয়ে ভামিকাকেও প্রচারের আলো থেকে দূরে রাখেন তাঁরা। তবে এবার স্ত্রী ও পরিবার নিয়ে কিছু কথা বলেই ফেললেন কোহলি।
advertisement
5/5
আরসিবির পডকাস্টে বিরাট কোহলি তাঁর স্ত্রী অনুষ্কাকে নিয়ে অনেক কথাই বলেছেন। অনুষ্কা মা হিসেবে কেমন সেটাও বলেছেন তিনি।