TRENDING:

Mehuli Ghosh: রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! রাইফেলের ডগায় বিশ্ব কাঁপিয়ে অর্জুন পুরস্কারে মনোনীত বঙ্গকন্যা মেহুলি, গর্বে বুক ভরছে সবার

Last Updated:
Hooghly Mehuli Ghosh: রাইফেলের ডগায় বিশ্ব কাঁপিয়ে অর্জুন পুরস্কারে মনোনীত বঙ্গকন্যা মেহুলি ঘোষ। এই খবরে হুগলির বৈদ্যবাটিতে খুশির জোয়ার বইছে। কম বয়সে সাফল্য অনেক বেশি বাংলার শুটার মেহুলি ঘোষের। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মেহুলির জন্য সকলেই গর্বিত এখন।
advertisement
1/5
রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! রাইফেলের ডগায় বিশ্ব কাঁপিয়ে অর্জুন পুরস্কারে মনোনীত মেহুলি
রাইফেলের ডগায় বিশ্ব কাঁপিয়ে অর্জুন পুরস্কারে মনোনীত বঙ্গকন্যা মেহুলি ঘোষ। এই খবরে হুগলির বৈদ্যবাটিতে খুশির জোয়ার বইছে। কম বয়সে সাফল্য অনেক বেশি বাংলার শুটার মেহুলি ঘোষের। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মেহুলির জন্য সকলেই গর্বিত এখন।
advertisement
2/5
মেহুলি ছোটবেলায় পড়তেন বৈদ্যবাটির স্যাক্রেড হার্ট স্কুলে। তার পর চুঁচুড়ার একটি নামী ইংরাজি মাধ্যম স্কুলে। কিন্তু দ্বাদশের পরীক্ষার আগেই কমনওয়েলথ আর শুটিং বিশ্বকাপের জন্য ক্যাম্পে চলে যান তিনি। প্রশিক্ষণের সূত্রে মেহুলির ঠিকানা হায়দরাবাদ।
advertisement
3/5
ছোট থেকে বন্দুক চালানো, রাইফেল চালনার দিকে ঝোঁক ছিল তাঁর। মেলায় গিয়ে বেলুন ফাটাতে ভালবাসতেন। বাবা নিমাই ঘোষ ও মা মিতালি ঘোষ তাঁকে কোনওদিন বাধা দেয়নি এই সবে। ফলে বাড়ি থেকেই সাহস পেয়েছে সে।
advertisement
4/5
২০১৪ সালে শ্রীরামপুর রাইফেলস ক্লাবে যোগ দেন মেহুলি। একদিন অনুশীলনের সময় ঘটে দুর্ঘটনা। অনুশীলন করতে গিয়ে তাঁর ছোঁড়া গুলি গিয়ে লাগে এক ব্যক্তির গায়ে। জখম হন ওই ব্যক্তি। অ্যাকাডেমিতে নিষিদ্ধ হয়ে যান মেহুলি‌। ওই ঘটনা ভীষণ প্রভাব ফেলেছিল তাঁর মনে।
advertisement
5/5
কমনওয়েলথ গেমস, বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ এশীয় গেমসের পর শুটিং বিশ্বকাপে একের পর এক পদক জয় করেছেন তিনি। ছন্দপতনও হয়েছে মাঝে মধ্যেই। তবে যতবার ছন্দপতন হয়েছে ততবার ফিরে এসেছেন তিনি নিজের যোগ্যতা দিয়ে। দীর্ঘ বিরতির পর চলতি বছরের মাঝামাঝি ফেরেন তিনি। আর এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ায় খুবই খুশি বৈদ্যবাটির বাসিন্দারা।
বাংলা খবর/ছবি/খেলা/
Mehuli Ghosh: রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! রাইফেলের ডগায় বিশ্ব কাঁপিয়ে অর্জুন পুরস্কারে মনোনীত বঙ্গকন্যা মেহুলি, গর্বে বুক ভরছে সবার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল