TRENDING:

বারবার সাবান-শ্যাম্পু দিয়েও উঠছে না রং, মহিলা আইপিএলে এসে রং খেলে মাথায় হাত বিদেশী ক্রিকেটারদের

Last Updated:
Holi 2023: উইমেন্স প্রিমিয়ার লিগ খেলতে এসো হোলির উৎসবে মেতেছেন বিদেশী ক্রিকেটাররা। মঙ্গলবার হোলিতে মহিলা আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাই রং ও আবীর খেলেন। মহিলা ক্রিকেটারদের রং খেলার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনেও এসেছে।
advertisement
1/7
বারবার সাবান-শ্যাম্পু দিয়েও উঠছে না রং, ডব্লুউপিএলে রং খেলে মাথায় হাত বিদেশীদের
উইমেন্স প্রিমিয়ার লিগ খেলতে এসো হোলির উৎসবে মেতেছেন বিদেশী ক্রিকেটাররা। মঙ্গলবার হোলিতে মহিলা আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাই রং ও আবীর খেলেন।
advertisement
2/7
মহিলা ক্রিকেটারদের রং খেলার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনেও এসেছে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা ছনি নেট দুনিয়ায় ভাইরাল হয়।
advertisement
3/7
ছবিতে আরসিবির অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার এলিস পেরি থেকে মেগান স্কাট সকলকেই রঙিন হয়ে রঙের উৎসব পালন করতে দেখা যায়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলে মিশে এককার হয়ে যান বিদেশী ক্রিকেটাররা।
advertisement
4/7
এই প্রথমবার হোলি খেলার সুযোগ পেলেন অজি অলরাউন্ডার এলিস পেরি। জমিয়ে রং খেলেন তিনি। তার একাধিক ছবি সামনে এসেছে। যেখানে পুরো রঙিনভাবে পাওয়া গিয়েছে পেরিকে।
advertisement
5/7
কিন্তু আনন্দ করে রং খেলে সমস্যায় পড়েছেন অজি তারকা। রং তুলবেন কীভাবে তার উপায় খুঁজে পাচ্ছেন না। কিছুতেই উঠছে না রং। শুধু এলিস পেরি নয় এমন সমস্যায় ভুগছেন আরও ক্রিকেটাররা।
advertisement
6/7
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের চুলের ছবি দিয়ে এলিস পেরি জানিয়েছেন রং কিছুতেই তুলতে পারছেন না। লেখেন, “ভাবছিলাম যে, চুলের এই রং কি পাকাপাকি ভাবে থেকে যাবে? আমি দু’বার চুল ধুয়েছি।”
advertisement
7/7
পেরির এই মজাদার মন্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। হাসির রোল উঠেছে। হোলি উপভোগ করলেও পেরির রং কবে ওঠে সেটাই দেখার। তবে বিশয়টিতে মজা পেয়েছেন অজি তারকা।
বাংলা খবর/ছবি/খেলা/
বারবার সাবান-শ্যাম্পু দিয়েও উঠছে না রং, মহিলা আইপিএলে এসে রং খেলে মাথায় হাত বিদেশী ক্রিকেটারদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল