সানিয়াকে তালাক, তিন নম্বর বিয়ে! এই প্রথম মুখ খুললেন শোয়েব মালিক, দিলেন 'জবাব'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shoaib Malik: সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তৃতীয় বিয়ে করেছেন শোয়েব মালিক। তার পর এই প্রথম তিনি মুখ খুললেন।
advertisement
1/7

সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক ভাঙছে, সেই গুঞ্জন ছিল। শেষমেশ সেটাই সত্যি হয়েছে। তৃতীয় বিয়ে সেরে ফেলেছেন শোয়েব।
advertisement
2/7
আয়েশা সিদ্দিকির পর সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয়েছিল শোয়েবের। সানা জাভেদের সঙ্গে তৃতীয় বিয়ে করেছেন তিনি। আর তা নিয়ে শোয়েব রীতিমতো গর্বিত।
advertisement
3/7
পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। তার জন্য চারপাশ থেকে প্রচুর সমালোচনা হজম করতে হচ্ছে তাঁকে। জানা গিয়েছে, শোয়েবের বাড়ির লোকজনও এই বিয়েতে একেবারেই খুশি নয়।
advertisement
4/7
শোয়েব অবশ্য এই বিয়ে নিয়ে গর্বিত। তিনি সানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর প্রথমবার এই নিয়ে মুখ খুললেন।
advertisement
5/7
একটি পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় শোয়েব বলেন, মন যেটা বলে সেটাই করা উচিৎ সবার। আমিও সেটাই করেছি। লোকে কী ভাববে সেটা ভাবতে বসলে তো বছরের পর বছর এভাবেই কেটে যাবে।
advertisement
6/7
উল্লেখ্য, ২০০২ সালে আয়েশা সিদ্দিকির সঙ্গে বিয়ে হয় শোয়েবের। তার পর ২০১০ সালে সানিয়া মির্জার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় তাঁর। আর ২০২৪ সালে তিনি তৃতীয় বিয়ে করলেন।
advertisement
7/7
শোয়েব আর আয়েশার বিয়ে নিয়েও বিতর্ক ছিল। জানা যায়, আয়েশাকে মোটা টাকা খোরপোষ দিতে হয় শোয়েব মালিককে।