TRENDING:

Shami and Hasin: ‘‘দেশের সম্মান কোনও বহু মহিলায় আসক্ত পুরুষের ওপর থাকে না’’, ভারত বনাম পাকিস্তান ম্যাচে এ কী পোস্ট

Last Updated:
মহম্মদ শামির জন্মদিনে ফ্যানদের জন্য বোল্ড লুকে ছবি পোস্ট করলেন হাসিন জাহান।
advertisement
1/5
‘‘দেশের সম্মান কোনও বহু মহিলায় আসক্ত পুরুষের ওপর থাকে না’’-হাসিন জাহান
#কলকাতা:  মহম্মদ শামি ও হাসিন জাহানের সম্পর্ক যে বিষাক্ত তা জানেন না এমন কেউই বোধহয় বাকি নেই৷ তাও হাসিনের ছোবল থেকে মুক্তি নেই  শামির৷ এমনিতে শনিবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর জন্মদিন ছিল মহম্মদ শামির৷ ভারতীয় বোর্ড নিজেদের তারকা প্লেয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানায়৷
advertisement
2/5
কিন্তু হাসিন জাহান কী করেন সেদিকেও নজর ছিল ফ্যানদের৷ তাঁদের নিরাশ করেননি সুন্দরী হাসিন৷ না স্বামীর জন্মদিনে কোনও পোস্ট ছিল না৷ তাঁর লাস্য মাখা সৌন্দর্য্যের বোল্ড ফটো ছিল ৷ হলুদ শর্ট পোশাকে খোলামেলা শরীরি বিভঙ্গ৷
advertisement
3/5
এদিকে এই কারণের বাইরেও ফের একবার সংবাদ শিরোনাম ছিনিয়ে নিয়েছেন৷ ভারত বনাম পাকিস্তান প্রথম এশিয়া কাপের ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান৷
advertisement
4/5
সেখানে তিনি লেখেন দেশের সম্মান কোনও বহু মহিলার সঙ্গ করা কারোর দ্বারা রক্ষা হয় না৷ দেশের জয়ে দেশকে অভিনন্দন জানিয়েছিলেন৷
advertisement
5/5
কোথাও মহম্মদ শামির নাম করা থাকলেও এটা যে তাঁর স্বামীকেই টার্গেট করে লিখেছেন তাই নিয়ে সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের৷
বাংলা খবর/ছবি/খেলা/
Shami and Hasin: ‘‘দেশের সম্মান কোনও বহু মহিলায় আসক্ত পুরুষের ওপর থাকে না’’, ভারত বনাম পাকিস্তান ম্যাচে এ কী পোস্ট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল