TRENDING:

Harrdy Sandhu As Madanlal: পোস্টার দেখে অবাক হবেন, '৮৩' সিনেমায় পর্দার মদনলাল আসলে কে জানেন?

Last Updated:
Harrdy Sandhu Becomes Madanlal of 83: রণবীর সিংয়ের ৮৩ সিনেমায় তিনিই মদনলাল। একসময় শিখর, পুজারার সঙ্গে খেলেছেন হার্ডি সান্ধু। তবে এখন নামকরা গায়ক।
advertisement
1/6
পোস্টার দেখে অবাক হবেন, '৮৩' সিনেমায় পর্দার মদনলাল আসলে কে জানেন?
তিনি পর্দার মদন লাল। কিন্তু দেখে তাঁকে বোঝার উপায় নেই, তিনি আসল নাকি নকল! রণবীর সিংয়ের ৮৩ সিনেমার পোস্টার দেখে অনেকেই অবাক হয়েছেন। সিনেমার ট্রেলর দেখে অনেকেই মুগ্ধ। রণবীর সিং এবার কপিল দেবের ভূমিকায়। ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের ভূমিকায়।
advertisement
2/6
ক্রিকেটার থেকে গায়ক, তার পর অভিনেতা। পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর (Hardy Sandhu) কেরিয়ার একেবারে বর্ণময়। এবার তিনিই ৮৩ সিনেমায় অলরাউন্ডার মদন লালে ভূমিকায় অভিনয় করবেন।
advertisement
3/6
অনেকেই হয়তো জানেন না, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারার সঙ্গে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে খেলেছেন হার্ডি সান্ধু। তার পর গানের জগতেও নামডাক করেন তিনি। একটা সময় ইশান্ত শর্মার সঙ্গে খেলেছেন হার্ডি সান্ধু। তবে চোটের কারণে তিনি আর ক্রিকেট খেলতে পারেননি বেশিদিন।
advertisement
4/6
২০০৬ সালে ডান হাতে গুরুতর চোট পান হার্ডি সান্ধু। তখন তিনি পেসার হিসাবে দলে ছিলেন। একটা সময় শিখর ধাওয়ানের রুম মেট ছিলেন এই পঞ্জাবি গায়ক। চোট লাগার পর ক্রিকেট খেলা ছেড়ে দেন। তার পর অস্ট্রেলিয়ায় গিয়ে ক্যাব ড্রাইভার হিসাবে কাজ করবেন বলে ঠিক করেছিলেন।
advertisement
5/6
অস্ট্রেলিয়ায় গিয়ে বেশ কিছুদিন ক্যাব ড্রাইভার হিসাবে কাজও করেন হার্ডি সান্ধু। প্রায় দশ বছর ক্রিকেট খেলেছিলেন তিনি। এর পর ২০১০ সাল থেকে গানের প্রশিক্ষণ নিতে শুরু করেন। ২০১২ সালে তাঁর প্রথণ মিউজিক অ্যালবাম রিলিজ করে। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি হার্ডি সান্ধুকে।
advertisement
6/6
সিনিয়র ভারতীয় দলের হয়ে খেলতে পারেননি। এই আফসোস এখনও কষ্ট দেয় হার্ডিকে। সেইসঙ্গে তিনি মনে করেন, ক্রিকেট খেললে তিনি এতদিনে আইপিএলে সুযোগ পেতেন। ক্রিকেট ছাড়ার আক্ষেপ নিয়েই গান ও সিনেমার জগতে পা রেখেছেন তিনি। এবার সেই হার্ডি সান্ধু পর্দায় মদনলাল।
বাংলা খবর/ছবি/খেলা/
Harrdy Sandhu As Madanlal: পোস্টার দেখে অবাক হবেন, '৮৩' সিনেমায় পর্দার মদনলাল আসলে কে জানেন?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল