বাংলাদেশের ভারতে খেলতে না আসা নিয়ে মুখ খুললেন হরভজন, বড় কথা বলে দিলেন প্রাক্তন তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Harbhajan Singh: ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
advertisement
1/5

ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে শ্রীলঙ্কা বা নিরপেক্ষ দেশে আয়োজনের অনুরোধ জানানোয় বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
advertisement
2/5
বিসিবি ইতোমধ্যে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে। বিশ্বকাপ শুরু হতে মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি থাকায় আইসিসি নতুন করে সূচি ও আয়োজন নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে বলে জানা গেছে। এই অনুরোধের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রীড়াসংশ্লিষ্ট উত্তেজনা।
advertisement
3/5
হরভজন সিং বলেন, “গত কয়েক দিনে যেসব ঘটনা ঘটেছে, তার কারণে বাংলাদেশ ভারত আসতে চায় না। বাংলাদেশে যা ঘটেছে, তা ভুল। আইসিসিকে তাদের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাইকে ভারতে স্বাগত জানাই, কিন্তু তারা (বাংলাদেশ) এখানে আসতে চায় কি না, সেটা তাদের নিজের সিদ্ধান্ত।”
advertisement
4/5
এই উত্তেজনার সূত্রপাত আইপিএল ২০২৬ নিলামে কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকাতে দলে নেওয়ার মধ্য দিয়ে। পরে রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে বিসিসিআই কেকেআর-কে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে নির্দেশ দেয়, যা আইপিএল ইতিহাসে নজিরবিহীন।
advertisement
5/5
ঘটনার পর বিসিবি জরুরি বৈঠক ডাকে এবং বাংলাদেশ সরকার সাময়িকভাবে দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। একটি ক্রীড়া চুক্তি কীভাবে কূটনৈতিক ও আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, এই ঘটনা তারই বড় উদাহরণ হয়ে উঠেছে।