TRENDING:

International Women's Day: চিনে নিন ‘এই’ সোনার মেয়েদের, যাঁরা বিশ্বমঞ্চে এনেছেন সম্মান

Last Updated:
ঘরে ঘরে হোক এমন মেয়ে, তৈরি করে তুলুন তাঁকে সোনার মেয়ে হিসেবে৷
advertisement
1/8
International Women's Day: ‘এই’ সোনার মেয়েরা, যাঁরা বিশ্বমঞ্চে এনেছেন সম্মান
ভারতের সোনার মেয়েরা , যাঁরা দেশকে নানা ক্ষেত্রে সম্মান এনে দিয়েছেন৷ ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন বিভাগেও এখন মেয়েরা দারুণ সফল৷ ক্রিকেট,টেনিস, বক্সিং , কোথাও পিছিয়ে নেই তাঁরা৷ অসম্ভব পরিশ্রম , স্কিল আর স্বপ্ন দেখার চোখ হাতিয়ার করে তাঁদের এগিয়ে চলা৷ দীপা কর্মকার৷ ৫২ বছরে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে তিনি অলিম্পিক্সে মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ পাশাপাশি একটুর জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া হলেও গর্বিত চতুর্থ হয়ে দেশকে তুলে ধরেছিলেন জিমন্যাস্টিকের বিশ্বমঞ্চের আঙিনায়৷ ১৯৯৯ সালের ৯ অগাস্ট তিনি জন্মেছেন৷ file photo: Reuters
advertisement
2/8
১৯৮২-র ২৪ নভেম্বর মণিপুরে জন্মেছেন এম সি মেরিকম৷ ৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব রয়েছে তাঁর ঝোলায়৷ তিনি প্রথম থেকে শুরু হওয়া ৭ টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেই পদক জিতেছিলেন৷ মহিলাদের বক্সিংয়ে এই নজির আর কারোর নেই৷ লাইট ফ্লাইট বক্সিংয়ে এক নম্বর থারা মেরি কম ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন৷ (Mary Kom/Instagram)
advertisement
3/8
দেশে মহিলা ক্রিকেটকে নতুন পথ দেখিয়েছেন মিতালি রাজ৷ ওয়ান ডে ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ৬ হাজার রান৷ ৩ ডিসেম্বর ১৯৮২ সালে তিনি জন্মেছেন৷ আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করা তিনি পৃথিবীর প্রথম মহিলা ক্রিকেটার৷ (Mithali Raj/Instagram)
advertisement
4/8
পিভি সিন্ধু -সাইনা নেহওয়ালের পরে ভারতীয় ব্যাডমিন্টনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন৷ সিন্ধু অলিম্পিক্সের মঞ্চে ভারতকে রুপো জিতে এনে দেন৷ বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জয়ী তিনি প্রথম ভারতীয় শাটলার৷ (Photo Credit: pv sindhu1 Instagram)
advertisement
5/8
সদ্য সদ্যই তিনি ৫৩ কেজি বিভাগে সারা পৃথিবীতে এক নম্বর মহিলা কুস্তিগির হয়েছেন৷ তিনি কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে এই দুটিতেই সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা৷ Photo-PTI
advertisement
6/8
বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের প্রথম মহিলা পর্বতারোহী বাচেন্দ্রি পাল৷ মে মাস থেকে শুরু হবে পাঁচ মাসের বিশেষ হিমালয় পর্বতারোহন৷ ৫০ বছরের উর্ধ্বের ১০ জন মহিলা সেই কাজে যাবেন৷ সেই দলের নেতৃত্ব দেবেন বাচেন্দ্রি পাল৷ (@mygovindia/Twitter)
advertisement
7/8
ভারতীয় টেনিসকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন যিনি তিনি সানিয়া মির্জা৷ ৩৪ বছরের সানিয়া ৬ টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন৷ ডাবলসে তিনি দীর্ঘদিন বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় ছিলেন৷ তিনি এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অ্যাফ্রো এশিয়ান গেমস মিলিয়ে ৬ টি সোনা সহ মোট ১৪ টি মেডেল জিতেছিলেন৷ (Sania Mirza/Instagram)
advertisement
8/8
মনিকা বত্রা ভারতের শীর্ষ স্থানাধিকারী মহিলা টেবল টেনিস খেলোয়াড় তিনি৷ ২৪ বছরের মনিকা ২০১৮ -র কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনাজয়ী প্রথম মহিলা প্যাডলার ছিলেন৷ (@manikabatra_TT)
বাংলা খবর/ছবি/খেলা/
International Women's Day: চিনে নিন ‘এই’ সোনার মেয়েদের, যাঁরা বিশ্বমঞ্চে এনেছেন সম্মান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল